অনুপ্রাস অলংকার কাকে বলে? অনুপ্রাসের বৈশিষ্ট্য ও প্রকারভেদ?

অনুপ্রাস অলংকার কাকে বলে :-

একই ব্যঞ্জনধ্বনির বা সমব্যঞ্জনধ্বনির একাধিকবার উচ্চারণে, অথবা একই ব্যঞ্জনধ্বনিগুচ্ছের একাধিকবার যুক্ত বা নিযুক্ত উচ্চারণে, অথবা বাগযন্ত্রের একই স্থানে উচ্চারিত বিভিন্ন ব্যানধ্বনির সমাবেশে যে শ্রুতিমাধুর্যের সৃষ্টি হয়, তার নাম অনুপ্রাস অলংকার।

অনুপ্রাসের বৈশিষ্ট্য :-

১. একই ব্যঞ্জনের দুবার বা বহুবার উচ্চারণ।

২. সমব্যঞ্জনের (জ-য, শ ষ স -ন) দুবার বা বহুবার উচ্চারণ।

৩. একই ব্যগুনগুচ্ছের ক্রম অনুসারে দুবার যুক্ত (ন্ব-ন্ব,ন্ধ-ন্ধ) বা বিযুক্ত (শিষের-শিশির, শাখার-শিখরে) উচ্চারণ।

আরও পড়ুন :- উৎপ্রেক্ষা অলংকার কি?

৪. একই ব্যঞ্জনগুচ্ছের স্বরূপ অনুসারে দুবার বিযুক্ত (বরী-রবী, বাক-কাব) উচ্চারণ।

৫. একই ব্যঞ্জনগুচ্ছের ক্রম অনুসারে বহুবার যুক্ত বা বিযুদ্ধ উচ্চারণ।

৬. বাগযন্ত্রের একই স্থানে উচ্চারিত বিভিন্ন ব্যঞ্জনের দুবার (ক-খ, চ-ছ, ট-ঠ) বা বহুবার (ত-থ-দ-ধ-ন) উচ্চারণ।

৭. স্বরধ্বনির সাম্য থাকতে পারে, না-ও থাকতে পারে। একমাত্র প্রয়োগস্থানগত অনুপ্রাসে (আদ্যানুপ্রাস, অন্ত্যানুপ্রাস, সর্বানুপ্রাস) স্বরধ্বনির সাম্য আবশ্যক।
অনুপ্রাস অলংকার কাকে বলে

অনুপ্রাসের কত প্রকার ও কি কি :-

প্রয়োগ-বৈচিত্র্যের দিক থেকে অনুপ্রাস তিন রকমের। যথা-

(ক) বৃত্তানুপ্রাস (বৃত্তি + অনুপ্রাস) :

(খ) ছেকানুপ্রাস (ছেক + অনুপ্রাস);

(গ) শ্ৰুত্যনুপ্রাস (শ্রুতি + অনুপ্রাস)।

আবার অন্য দিক থেকে অনুপ্রাসকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

(ঘ) আদ্যানুপ্রাস (আদ্য + অনুপ্রাস);

(ঙ) অন্ত্যানুপ্রাস (অন্ত্য অনুপ্রাস);

(চ) সর্বানুপ্রাস (সর্ব + অনুপ্রাস)।

বিভিন্ন প্রকার অনুপ্রাসের সংজ্ঞা :-

বৃত্তানুপ্রাস :

একই ব্যঞ্জনের বা সমব্যঞ্জনের একাধিক উচ্চারণে, অথবা একই ব্যঞ্জনগুচ্ছের স্বরূপ অনুসারে দুবার বিযুক্ত উচ্চারণে বা ক্রম অনুসারে বহুবার (যুক্ত বা বিযুক্ত) উচ্চারণকে বলা হয় বৃত্তানুপ্রাস।

আরও পড়ুন :- বক্রোক্তি অলংকার কি?

ছেকানুপ্রাস :-

একই ব্যঞ্জনগুচ্ছের ক্রম অনুসারে মাত্র দুবার যুক্ত অথবা বিযুক্ত উচ্চারণে ছেকানুপ্রাস।

শ্রুত্যনুপ্রাস :-

বাগযন্ত্রের একই স্থানে উচ্চারিত বিভিন্ন ব্যঞ্জনধ্বনির সমাবেশে শ্রুত্যনুপ্রাস।

আদ্যানুপ্রাস :-

পদ্যে পরপর দুটি চরণের বা পদের বা পর্বের আদিতে স্বরসমেত ব্যঞ্জনধ্বনির পুনরাবৃত্তি ঘটলে আদ্যানুপ্রাস।

অন্ত্যানুপ্রাস :-

পদ্যে পরপর দুটি চরণের শেষে, পদের শেষে, পর্বের শেষে, এমন কী পঙক্তির (line) শেষে স্বরসমেত ব্যঞ্জনধ্বনির পুনরাবৃত্তি ঘটলে অন্ত্যানুপ্রাস।

সর্বানুপ্রাস :-

পদ্যে দুটি চরণের সর্বশরীরে (প্রতিটি শব্দে) অনুপ্রাস থাকলে, অর্থাৎ প্রথম চরণের প্রতিটি শব্দের কোনো ধ্বনিগুচ্ছ যথাক্রমে দ্বিতীয় চরণের প্রতিটি শব্দে পরপর পুনরাবৃত্ত হলে সর্বানুপ্রাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ