About Us

                                          About Us




আমি সুব্রত সরকার । এই ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলটি তৈরি করার আমার উদ্দেশ্য হল - ঠিক এইরকম  :-

আসলে আমি যখন কলেজে প্রথম ভর্তি হই তখন আমার Honours Subject ছিল দর্শন আর পাসের সাবজেক্ট ছিল সমাজবিজ্ঞান আর ইতিহাস। তো আমি সবার মত শুধু অনার্স পেপারে টিউশন নেই । আর সিনিয়র দাদাদের কথায় বুঝতে পারলাম যে পাস বিষয়টা শুধু পাস করার মত । অল্প বই পড়েই পাস করা যায় । সেই মত আমি সেরকম কোন টেক্সট বই না কিনে চটি বই কিনে পড়তে লাগলাম । আর ঠিক যা হবার তাই হল পরীক্ষায় অনার্স পেপার তো ভালো ভাবে দিলাম {62.5%} কিন্তু পাস এর পরীক্ষা একটাও দিতে পারলাম না । তো এই প্রথম বছর  আমি  জীবনে প্রথম ফেল করলাম । পরেরবার আমি অনার্স এর চিন্তা ছেড়ে দিয়ে পাস নিয়ে একটু বেশি ভেবেছিলাম কিন্তু সেরকম কোন বই পেলাম না যা পড়া যায়। কেননা আমাদের সিলেবাস যে কি ছিল তা জানতামই না, এমনকি শিক্ষকরা তেমন বলতো না। তো বাধ্য হয়ে টিউশন নিতে হয়েছিল । সবথেকে বড় কথা আমাদের মত গ্রামের ছেলেমেয়েরা টিউশন পড়তে যেতে হতো 12 থেকে 13 কিলোমিটার দূরে । ঝড় বৃষ্টি ও রাত্রের টিউশন পড়ে আসতে দেরি হতো বলে বাড়ি থেকে বলল টিউশন পড়তে হবে না , বাবা মা তো একটু চিন্তা তো হবেই । তো এভাবেই কেটে যায় আমার কলেজ জীবন।

আমার মনের মধ্যে একটা প্রশ্ন উঠে এসেছিল -  আমার মত এরকম অনেক ছাত্র-ছাত্রী রয়েছে যারা শহর এলাকা থেকে অনেক দূরে বসবাস করে,যেখানে আশেপাশে কোন টিউটর নেই । তো তারা কিভাবে গাইড পাবে এজন্য আমার একটি ছোট্ট চেষ্টা মাত্র তাদের সাহায্য করার। আর এই উদ্দেশ্যে আমি এই ওয়েবসাইটটি ও ইউটিউব চ্যানেলটি খুলেছে। যেখানে তোমাদের West Bengal এর বিভিন্ন কলেজের সূচীপত্র (Syllabus), কোশ্চেন প্যাটার্ন, বিগত বছরের কোশ্চেন, অফিশিয়াল বিজ্ঞপ্তি ,ছোট ও বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব ।

তো আমাদের পাশেথেকো সঙ্গেথেকো আশা করি তোমাদের কিছুটা হলেও সাহায্য করতে পারব ।
                   
                         
     
                                               ----------------অসংখ্য ধন্যবাদ-----------------
Share on Whatsapp