পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ও ছোট জেলা কোনটি ?

পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি :-

পশ্চিমবঙ্গের বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগণা। ১৯৮৬ সালের ১লা মার্চ চব্বিশ পরগনা জেলাকে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগণা এই দুভাগে ভাগ করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগণা জেলাটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের দক্ষিণ দিকের একটি জেলা।

পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি :-

পশ্চিমবঙ্গের ছোট জেলা কলকাতা।

এই জেলার অতি মহানগরের আয়তন ২০৮.৬ বর্গকিমি এবং মহানগরের আয়তন ১,৮৮৬.৬৭ বর্গকিমি। ২০১১ সালের গননা অনুযায়ী কলকাতার জনসংখ্যা ৪,৪৯৬,৬৯৪ জন।

পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ও ছোট জেলা ছাড়াও এখানে আমারা ২৩টি জেলার নাম, মাননীয় সব মুখ্যমন্ত্রীদের নাম, রাজ্যপালের নাম ও বিচারপতিদের নাম নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে।

পশ্চিমবঙ্গের ভূমিকা :-

পশ্চিমবঙ্গ ভারতের পূর্বদিকে অবস্থিত অন্যতম একটি অঙ্গরাজ্য। পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় পর্বতমালা থেকে শুরু করে প্রায় দক্ষিনে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। পশ্চিমবঙ্গ ২০ জুন ১৯৪৭ একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়।

সীমানা:-

এই রাজ্যের উত্তরে - ভুটান, সিকিম উত্তর পশ্চিমে - নেপাল, উত্তর পূর্বে - অসম, দক্ষিনে ওড়িশা, পূর্বদিকে বাংলাদেশ, পশ্চিমে বিহার, ঝাড়খন্ড, অবস্থান করছে।

আয়তন:-

পশ্চিমবঙ্গের আয়তন 88,752 বর্গকিমি. যা ভারতের সমগ্র আয়তনের 2.67 শতাংশ অধিকার করে আছে। পশ্চিমবঙ্গে অবস্থিত নগরগুলির সমগ্র আয়তন 3,308 বর্গকিমি এবং পশ্চিমবঙ্গে অবস্থিত গ্রামগুলির সমগ্র আয়তম 85,888 বর্গকিলোমিটার।

পশ্চিমবঙ্গের বড় জেলা কোনটি

ভূ-প্রাকৃতি :-

একমাত্র মরু অঞ্চল ছাড়া পশ্চিমবঙ্গে সবরকমের ভূ-প্রাকৃতিক বৈচিত্রা লক্ষ্য করা যায়। ভূ-প্রাকৃতিক বৈচিত্র্যা ও ভূমির গঠন অনুযায়ী পশ্চিমবঙ্গকে তিনটি প্রধান ভূ-প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়, যথা-
  1. উত্তরের পার্বত্য অঞ্চল,
  2. পশ্চিমবঙ্গের মালভূমি অস্থল এবং
  3. গঙ্গার বদ্বীপসমূহ সমভূমি অঞ্চল।

পশ্চিমবঙ্গের জলবায়ু :-

আবহাওয়াবিদগন পশ্চিমবঙ্গের জলবায়ুকে চারটি ঋতুতে ভাগ করেছেন। যেমন -
  1. গৃষ্মকাল
  2. বর্ষাকাল
  3. শরৎকাল এবং
  4. শীতকাল।

পশ্চিমবঙ্গের মৃত্তিকার শ্রেনীবিভাগ :-

উষ্ণতা, বৃষ্টিপাত, ভূ-প্রকৃতির পার্থক্য অনুযায়ী পশ্চিমবঙ্গের মৃত্তিকাকে চারটি ভাগে ভাগ করা যায়।
  1. পলিমাটি,
  2. ল্যাটারাইট মাটি,
  3. লবণাক্ত ও ক্ষারীয় মাটি এবং
  4. পার্বত্য অঞ্চলের অনুর্বর মাটি।

আরও পড়ুন :- এশিয়া মহাদেশের দেশসমূহ সম্পর্কে

পশ্চিমবঙ্গের মানচিত্র :-

পশ্চিমবঙ্গের মানচিত্র বাংলায় রয়েছে এটি দেখে জেলা গুলোর নাম পড়লে অনেক সহজেই তা আমাদের মনে থাকবে। এটি সংগ্রহ করা হয়েছে https://bengali.mapsofindia.com/west-bengal/ এই ওয়েবসাইট থেকে।


পশ্চিমবঙ্গেরজেলা,শহর ওপ্রতিষ্ঠিত :-

জেলাশহরপ্রতিষ্ঠিত
আলিপুরদুয়ারআলিপুরদুয়ার২০১৪
কলকাতাকলকাতা১৯৪৭
কোচবিহারকোচবিহার১৯৫০
কালিম্পংকালিম্পং২০১৭
জলপাইগুড়িজলপাইগুড়ি১৯৪৭
দার্জিলিংদার্জিলিং১৯৪৭‌
বাঁকুড়াবাঁকুড়া১৯৪৭
বীরভূমসিউড়ি১৯৪৭
ঝাড়গ্রামঝাড়গ্রাম২০১৭
নদিয়াকৃষ্ণনগর১৯৪৭
মালদহইংলিশবাজার১৯৪৭
মুর্শিদাবাদবহরমপুর১৯৪৭
পুরুলিয়াপুরুলিয়া১৯৫৬
হাওড়াহাওড়া১৯৪৭
হুগলিচুঁচুড়া১৯৪৭
উত্তর চব্বিশ পরগনাবারাসত১৯৮৬
দক্ষিণ চব্বিশ পরগনাআলিপুর১৯৮৬
উত্তর দিনাজপুররায়গঞ্জ১৯৯২
দক্ষিণ দিনাজপুরবালুরঘাট১৯৯২
পূর্ব বর্ধমানবর্ধমান১৯৪৭
পশ্চিম বর্ধমানআসানসোল২০১৭
পূর্ব মেদিনীপুরতমলুক২০০২
পশ্চিম মেদিনীপুরমেদিনীপুর২০০২

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নাম, কার্যালয় শুরু ও কার্যালয় শেষ ঃ-

মুখ্যমন্ত্রীকার্যালয় শুরুকার্যালয় শেষ
প্রফুল্লচন্দ্র ঘোষ১৫ আগস্ট, ১৯৪৭২২ জানুয়ারি, ১৯৪৮
বিধানচন্দ্র রায়২৩ জানুয়ারি, ১৯৪৮১ জুলাই, ১৯৬২
প্রফুল্লচন্দ্র সেন৯ জুলাই, ১৯৬২২৮ ফেব্রুয়ারি, ১৯৬৭
অজয়কুমার মুখোপাধ্যায়১ মার্চ, ১৯৬৭২১ নভেম্বর, ১৯৬৭
প্রফুল্লচন্দ্র ঘোষ২১ নভেম্বর, ১৯৬৭১৯ ফেব্রুয়ারি, ১৯৬৮
রাষ্ট্রপতি শাসন২০ ফেব্রুয়ারি, ১৯৬৮২৫ ফেব্রুয়ারি, ১৯৬৯
অজয়কুমার মুখোপাধ্যায়২৫ ফেব্রুয়ারি, ১৯৬৯১৬ মার্চ, ১৯৭০
রাষ্ট্রপতি শাসন১৯ মার্চ, ১৯৭০২ এপ্রিল, ১৯৭১
অজয়কুমার মুখোপাধ্যায়২ এপ্রিল, ১৯৭১২৮ জুন, ১৯৭১
রাষ্ট্রপতি শাসন২৯ জুন, ১৯৭১২০ মার্চ, ১৯৭২
সিদ্ধার্থ শঙ্কর রায়২০ মার্চ, ১৯৭২৩০ এপ্রিল, ১৯৭৭
রাষ্ট্রপতি শাসন৩০ এপ্রিল, ১৯৭৭২০ জুন, ১৯৭৭
জ্যোতি বসু২১ জুন, ১৯৭৭৫ নভেম্বর, ২০০০
বুদ্ধদেব ভট্টাচার্য৬ নভেম্বর, ২০০০১৩ মে, ২০১১
মমতা বন্দ্যোপাধ্যায়২০ মে, ২০১১বর্তমান

পশ্চিমবঙ্গের রাজ্যপালদের নাম, কার্যালয় শুরু ও কার্যালয় শেষ :-

রাজ্যপালকার্যালয় শুরুকার্যালয় শেষ
চক্রবর্তী রাজাগোপালাচারী১৯৪৬১৯৪৮
কৈলাশনাথ কাটজু১৯৪৮১৯৫১
হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়১৯৫২১৯৫৬
ফণিভূষণ চক্রবর্তী (অস্থায়ী)১৯৫৬১৯৫৬
পদ্মজা নাইডু১৯৫৬১৯৬৭
ধর্মবীর১৯৬৭১৯৬৯
দীপনারায়ণ সিনহা১৯৬৯১৯৬৯
শান্তিস্বরূপ ধাওয়ান১৯৬৯১৯৭১
অ্যান্টনি ল্যান্সলট ডায়াস১৯৭১১৯৭৯
ত্রিভুবন নারায়ণ সিং১৯৭৯১৯৮১
ভৈরব দত্ত পান্ডে১৯৮১১৯৮৩
অনন্ত প্রসাদ শর্মা১৯৮৩১৯৮৪
সতীশ চন্দ্র১৯৮৪১৯৮৪
উমাশংকর দীক্ষিত১৯৮৪১৯৮৬
নুরুল হাসান১৯৮৬১৯৮৯
টি ভি রাজেশ্বর১৯৮৯১৯৯০
নুরুল হাসান১৯৯০১৯৯৩
বি সত্যনারায়ণ রেডিড১৯৯৩১৯৯৩
কে ভি রঘুনাথ রেড্ডি১৯৯৩১৯৯৮
এ আর কিদোয়াই১৯৯৮১৯৯৯
শ্যামলকুমার সেন১৯৯৯১৯৯৯
বীরেন জে শাহ১৯৯৯২০০৪
গোপালকৃষ্ণ গান্ধী২০০৪২০০৯
দেবানন্দ কুঁয়ার (অস্থায়ী)২০০৯২০১০
মায়ানকোটে কেলাথ নারায়ণন২০১০২০১৪
ডি ওয়াই পাতিল (ভারপ্রাপ্ত)২০১৪২০১৪
কেশরীনাথ ত্রিপাঠী২০১৪২০১৯
জগদীপ ধনকর২০১৯বতর্মান

কোলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিগণ :-

নংবিচারপতিগণ
শ্রী ফনিভূষণ চক্রবর্তী
শ্রী কুলদাচরণ দাশগুপ্ত
শ্রী সুরজিৎ চন্দ্র লাহিড়ী
শ্রী হিমাংশু কুমার বসু
শ্রী দীপেন্দ্রা নারায়ন সিংহ
শ্রী শঙ্কর প্রসাদ মিত্র
শ্রী অমরেন্দ্র নাথ সেন
শ্রী শম্ভূচরণ ঘো ষ
শ্রী সমন্দ্রে দেব
১০শ্রী সতীশ চন্দ্র
১১শ্রী অনিলকুমার সেন
১২শ্রী চিত্ততোষ মুখার্জী
১৩শ্রী পি. দি. দেশাই
১৪শ্রী পি. এন. সিং
১৫শ্রী কে.সে. আগরওয়াল
১৬শ্রী বিশ্বেশ্বর নাথ খারে
১৭শ্রী সমীরকুমার মুখার্জী
১৮শ্রী আনন্দ কুমার ভট্টাচার্য্য
১৯শ্রী অশোক মাথুর
২০শ্রী ভি এস শিরপুরকর
২১শ্রী এস এস নিজ্জর
২২শ্রী জে এন প্যাটেল
২৩শ্রী অরুন মিশ্র
২৪শ্রীমতি মঞ্জুলা চেল্লুর

পশ্চিমবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান :-

জাতীয় উদ্যানপ্রতিষ্ঠিতজেলা / শহর
সুন্দরবন জাতীয় উদ্যান১৯৮৪দক্ষিণ ২৪ পরগনা
বক্সা জাতীয় উদ্যান১৯৯২আলিপুরদুয়ার
সিঙ্গালীলা জাতীয় উদ্যান১৯৯২দার্জিলিং
গোরুমারা জাতীয় উদ্যান১৯৯৪জলপাইগুড়ি
নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান১৯৮৬কালিংপ
জলদাপাড়া জাতীয় উদ্যান২০১৪আলিপুরদুয়ার

পশ্চিমবঙ্গেরপ্রধান প্রধান পর্বতশৃঙ্গ :-

পর্বত শৃঙ্গউচ্চতা
সান্দাকুফ৩৬৩৬
ফালুট৩৬০০
সাবারগ্রাম৩৫৪৩
রাচেলা ডান্ডা৩১৭০
টংলু৩০৩৬
টাইগার হিল২৬০০
ঘুম হিল২৪০০
ডেলো হিল১৭০৪
বাক্সা হিল১৪০০
দুরপিন হিল১৩৭২

পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর :-

১ - পশ্চিমবঙ্গের রাজধানীর নাম ?

উঃ- পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা।

২ - পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম ?

উঃ- পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম বাংলা।

৩ - পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে সৃষ্টি হয় ?

উঃ- পশ্চিমবঙ্গ রাজ্য ১৯৪৭ সালে সৃষ্টি হয়

৪ - পশ্চিমবঙ্গের মোট আয়তন কত?

উঃ- পশ্চিমবঙ্গের মোট আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি।

৫ - ভারতের কোন দিকে পশ্চিমবঙ্গ অবস্থিত?

উঃ- পশ্চিমবঙ্গ ভারতের পূর্বদিকে অবস্থিত।

৬ - পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে অবস্থিত কোন উপসাগর ?

উঃ- পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে অবস্থিত বঙ্গোপসাগর।

৭ - পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা ?

উঃ- পশ্চিমবঙ্গের বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগণা।

৮ - জনঘনত্বের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম ?

উঃ- জনঘনত্বের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার
নাম উত্তর চব্বিশ পরগণা।

৯ - পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি?

উঃ- পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কলকাতা

১০ - পশ্চিমবঙ্গের তিনদিক বেষ্টি ----- দ্বারা?

উঃ- পশ্চিমবঙ্গের তিনদিক বেষ্টি স্থলভাগ দ্বারা।

১১ - পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশুর নাম?

উঃ- পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশুর নাম মেছো বিড়াল।

১২ - পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখির নাম?

উঃ- পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখির নাম শ্বেত কণ্ঠ মাছরাঙা।

১৩ - পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুলের নাম ?

উঃ- পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুলের নাম - শিউলি।

১৪ - পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছের নাম ?

উঃ- পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছের নাম ছাতিম।

১৫ - পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় নৃত্যের নাম ?

উঃ- পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় নৃত্যের নাম গৌড়ীয় নৃত্য।

১৬ - পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম ?

উঃ- ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ।

১৭ - পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম?

উঃ- চক্রবর্তী রাজাগোপালাচারী।

পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা - ২৩টি।

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা - ৫টি।

পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা - ১৬টি।

পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা - ৪২টি।

পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা - ১৯৪টি।

পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম - বাংলাদেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ