অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি - রাজ্য, প্রধানমন্ত্রীদের নাম

অস্ট্রেলিয়া :-

ওশেনিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশে অস্ট্রেলিয়ার অবস্থান। এর চতুর্দিক ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত। এটি একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল। ১৯০১ সালে সাতটি রাজ্য, তথা - ভিক্টোরিয়া, তাসমানিয়া, কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস, উত্তর অঞ্চল, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং পশ্চিম অস্ট্রেলিয়া নিয়ে প্রতিষ্ঠিত হয় কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা। এর আয়তন ৭৬,৮২,৩০০ বর্গকিলোমিটার। এটি আয়তনে ওশেনিয়া মহাদেশ তথা দক্ষিণ গোলার্ধের বৃহত্তম দেশ এবং বিশ্বে ষষ্ঠ। এদেশের সঙ্গে কোনো দেশের স্থল সীমান্ত নেই।


অস্ট্রেলিয়ার নিকটবর্তী দেশসমূহের মধ্যে রয়েছে উত্তরে পাপুয়া নিউ গায়ানা, ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুর, উত্তর-পূর্বে সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতোয়া, দক্ষিণ-পূর্বে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্থান কোসকিউসকো এবং সর্বনিম্ন স্থান লেক আইয়র। অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী মারে ডার্লিং।
অস্ট্রেলিয়ার রাজধানী

সাতটি মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া আয়তনে বিশ্বে ষষ্ঠ হলেও জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্র একটি দেশ। এখানে বসবাসরত জনসংখ্যা মাত্র ২৪.১ মিলিয়ন এবং প্রতি বর্গকিলোমিটারে গড় ঘনত্ব ৩ জন। দেশটির জনসংখ্যার বিস্তার পূর্ব ও দক্ষিণ-পূর্ব উপকূল বরাবর। সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া।


দেশটিতে বছরে ৪টি ঋতু দেখা যায়। যথা- 
  • গ্রীষ্মকাল (ডিসেম্বর-ফেব্রুয়ারি), 
  • শরৎকাল (মার্চ-মে), 
  • শীতকাল (জুন-আগস্ট) এবং 
  • বসন্তকাল (সেপ্টেম্বর-নভেম্বর)।

অস্ট্রেলিয়ার রাজ্য ও রাজধানীর নাম :-

রাজ্যরাজধানী
ভিক্টোরিয়া মেলবোর্ন
তাসমানিয়াহোবার্ট
কুইন্সল্যান্ডব্রিসবেন
নিউ সাউথ ওয়েলসসিডনি
উত্তর অঞ্চলডারউইন
দক্ষিণ অস্ট্রেলিয়াঅ্যাডিলেড
পশ্চিম অস্ট্রেলিয়াপার্থ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের নাম :-

প্রধানমন্ত্রীকার্যালয় শুরুকার্যালয় শেষ
এডমন্ড বার্টন১ জানুয়ারি, ১৯০১২৪ সেপ্টেম্বর, ১৯০৩
আলফ্রেড ডেকিন২৪ সেপ্টেম্বর, ১৯০৩২৭ এপ্রিল, ১৯০৪
ক্রিস ওয়াটসন২৭ এপ্রিল, ১৯০৪১৮ আগস্ট, ১৯০৪
জর্জ রিড১৮ আগস্ট, ১৯০৪৫ জুলাই, ১৯০৫
আলফ্রেড ডেকিন৫ জুলাই, ১৯০৫১৩ নভেম্বর, ১৯০৮
অ্যান্ড্রু ফিশার১৩ নভেম্বর, ১৯০৮২ জুন, ১৯০৯
আলফ্রেড ডেকিন২ জুন, ১৯০৯২৯ এপ্রিল, ১৯১০
অ্যান্ড্রু ফিশার২৯ এপ্রিল, ১৯১০২৪ জুন, ১৯১৩
জোসেফ কুক২৪ জুন, ১৯১৩১৭ সেপ্টেম্বর, ১৯১৪
অ্যান্ড্রু ফিশার১৭ সেপ্টেম্বর, ১৯১৪২৭ আগস্ট, ১৯১৫
বিলি হিউজেস২৭ আগস্ট, ১৯১৫৯ ফেব্রুয়ারি, ১৯২৩
স্ট্যানলি ব্রুস৯ ফেব্রুয়ারি, ১৯২৩২২ অক্টোবর, ১৯২৯
জেমস স্কুলিন২২ অক্টোবর, ১৯২৯৬ জানুয়ারি, ১৯৩২
জোসেফ লায়ন্স৬ জানুয়ারি, ১৯৩২৭ এপ্রিল, ১৯৩৯
স্যার আর্ল পেজ৭ এপ্রিল, ১৯৩৯২৬ এপ্রিল ১৯৩৯
রবার্ট মেনজিস২৬ এপ্রিল ১৯৩৯২৯ আগস্ট, ১৯৪১
আর্থার ফ্যাডেন২৯ আগস্ট, ১৯৪১৭ অক্টোবর, ১৯৪১
জন কার্টিন৭ অক্টোবর, ১৯৪১৫ জুলাই, ১৯৪৫
ফ্রাঙ্ক ফোর্ড৫ জুলাই, ১৯৪৫১৩ জুলাই, ১৯৪৫
বেন চিফলে১৩ জুলাই, ১৯৪৫১৯ ডিসেম্বর, ১৯৪৯
রবার্ট মেনজিস১৯ ডিসেম্বর, ১৯৪৯২৬ জানুয়ারি, ১৯৬৬
হ্যারল্ড হল্ট২৬ জানুয়ারি, ১৯৬৬১৯ ডিসেম্বর, ১৯৬৭
জন ম্যাকওয়েন১৯ ডিসেম্বর, ১৯৬৭১০ জানুয়ারি, ১৯৬৮
জন গর্টন১০ জানুয়ারি, ১৯৬৮১০ মার্চ, ১৯৭১
উইলিয়াম ম্যাকমাহন১০ মার্চ, ১৯৭১৫ ডিসেম্বর, ১৯৭২
গফ হুইটলাম৫ ডিসেম্বর, ১৯৭২১১ নভেম্বর, ১৯৭৫
ম্যালকম ফ্রেজার১১ নভেম্বর, ১৯৭৫১১ মার্চ, ১৯৮৩
বব হক১১ মার্চ, ১৯৮৩২০ ডিসেম্বর, ১৯৯১
পল কিটিং২০ ডিসেম্বর, ১৯৯১ ১১ মার্চ, ১৯৯৬
জন হাওয়ার্ড১১ মার্চ, ১৯৯৬৩ ডিসেম্বর, ২০০৭
কেভিন রুড৩ ডিসেম্বর, ২০০৭২৪ জুন, ২০১০
জুলিয়া গিলার্ড২৪ জুন, ২০১০২৭ জুন, ২০১৩
কেভিন রুড২৭ জুন, ২০১৩১৮ সেপ্টেম্বর, ২০১৩
টনি অ্যাবট১৮ সেপ্টেম্বর, ২০১৩১৫ সেপ্টেম্বর, ২০১৫
ম্যালকম টার্নবুল১৫ সেপ্টেম্বর, ২০১৫ ২৪ আগস্ট, ২০১৮
স্কট মরিসন২৪ আগস্ট, ২০১৮বর্তমান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ