পারিভাষিক শব্দ কি বা কাকে বলে? পরিভাষার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা কী? বৈশিষ্ট্য?

পারিভাষিক শব্দের আক্ষরিক অর্থ কি?

ইংরেজি "terminology" শব্দের বাংলা প্রতিশব্দ হলো পরিভাষাপরিভাষা শব্দের আভিধানিক অর্থ 'বিশেষ অর্থজ্ঞাপক শব্দ বা সংজ্ঞা"।

যে শব্দের দ্বারা সংক্ষেপে কোনো বিষয় সুনির্দিষ্ট ভাবে প্রকাশ করা যায় তাই পরিভাষা।

এখন প্রশ্ন হলো পারিভাষিক শব্দ ( parivashik shobdo kake bole) বলতে কি বুঝায়?

পারিভাষিক শব্দ কাকে বলে :- 

পারিভাষিক শব্দ হলো - জ্ঞান-বিজ্ঞান ও সমাজ বাস্তবতার সুনির্দিষ্ট ক্ষেত্রে যেসব শব্দ সুনির্দিষ্ট বা বিশেষ অর্থে ব্যবহৃত হয় তাকেই পারিভাষিক শব্দ বলে।

আবার আমরা বলতে পারি, বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাব অনুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।

জ্ঞানচর্চার অংশ হিসেবে বিভিন্ন জ্ঞান শাখা ভিত্তিক যোগাযোগের প্রয়োজনে এবং বাংলা ভাষায় সেই সংশ্লিষ্ট কোনো যথোপযুক্ত শব্দ না থাকায় কখনও কখনও নতুন পারিভাষিক শব্দ তৈরি করে নিতে হয়।


পারিভাষিক শব্দ সৃষ্টি করার চেয়ে তার প্রচলন নিশ্চিত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। কখনও কখনও দেখা যায় যে, অন্য ভাষা থেকে আগত শব্দের পরিভাষা তৈরির পরও ওই শব্দটিই কৃতঋণ হিসেবে বেশি প্রচলিত হয়ে পড়ে।
পারিভাষিক শব্দ কি
এসব ক্ষেত্রে শেষ পর্যন্ত পরিভাষাটিই ক্রমশ অপরিচিত হয়ে যায়। যেমন Oxygen-এর বাংলা পরিভাষিক শব্দ অম্লজান করা হলেও বর্তমানে অক্সিজেন হিসেবেই এটি বেশি পরিচিত।

আবার কম্পিউটার, ল্যাপটপ প্রভৃতি শব্দের তো বাংলা পরিভাষা তৈরির কোনো উদ্যোগই গৃহীত হয়নি। সেলুলার ফোন বা মোবাইল ফোনের বাংলা পরিভাষা হিসেবে 'মুঠোফোন' সৃষ্টির চেষ্টা গৃহীত হলেও তা যথেষ্ট পরিমাণে ব্যবহৃত হয় না।

তাই বলা যায় যে, পারিভাষিক শব্দ তৈরিতে ভাষা ব্যবহারকারীদের আগ্রহ এবং তাগিদ উভয়েরই বিশেষ ভূমিকা রয়েছে।

পরিভাষার উদ্দেশ্য কী :-

পারিভাষিক শব্দ বা পরিভাষার কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিম্নে উল্লেখ করা হল:

1. কোন শব্দ, পদ, বা প্রতিশব্দের অর্থ স্পষ্টভাবে ব্যাখ্যা করা: পারিভাষিক শব্দের মাধ্যমে একটি শব্দ, পদ বা প্রতিশব্দের সঠিক ও নির্দিষ্ট অর্থ তুলে ধরা হয়।

2. ভুল বোঝাবুঝি দূর করা: পারিভাষিক শব্দ ব্যবহারকারীদের মধ্যে যে কোন ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করে।

3. শব্দের ব্যবহার সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি: পারিভাষিক শব্দ ব্যবহারকারীদের শব্দ সম্পর্কিত জ্ঞান বাড়িয়ে তোলে।

4. ভাষা শিক্ষায় সহায়তা: কোন ভাষা শিখতে গিয়ে পারিভাষিক শব্দ খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সহজে শব্দাবলী শিখা যায়।

5. পাঠকদের জন্য সুবিধা: লেখায় ব্যবহৃত কিছু জটিল শব্দের অর্থ স্পষ্ট করতে পারিভাষিক শব্দের ব্যবহার করা হয়।

পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা :-

পৃথিবীর কোনো ভাষাই স্বয়ংসম্পূর্ণ নয়। প্রয়োজনীয় সব শব্দ সব সময় সব ভাষাতে পাওয়া যায় না। বিকল্প ও সহজবোধ্যতার জন্যই পারিভাষিক শব্দ ব্যবহার করা হয়। নিন্মে পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো -

১ - পরিভাষার মাধ্যমে ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়।

২ - জ্ঞান-বিজ্ঞানের অনেক ক্ষেত্রে শব্দকে বিশিষ্ট অর্থে প্রয়োগের জন্য পারিভাষিক শব্দের প্রয়োজন হয়।

৩ - অনুবাদের ক্ষেত্রে পরিভাষা বা পারিভাষিক শব্দ অপরিহার্য ভূমিকা পালন করে।

৪ - পরিভাষা বা পারিভাষিক শব্দ ব্যবহারের ফলে যে কোনো ভাষার শব্দ সংখ্যা বৃদ্ধি পায়।

৫ - পরিভাষা বা পারিভাষিক শব্দ ব্যবহারের ফলে অন্যান্য ভাষার শব্দের সাথে একটি যোগাযোগ তৈরি হয়।

৬ - পরিভাষা বা পারিভাষিক শব্দ ব্যবহারে ভাষা গতিশীল হয়।

আরও পড়ুন :- সমার্থক শব্দের তালিকা

পারিভাষিক শব্দের বৈশিষ্ট্য :-

পারিভাষিক শব্দ বা পরিভাষার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হল:

১. সংক্ষিপ্ততা: পারিভাষিক শব্দগুলি অত্যন্ত সংক্ষিপ্ত হয়। এদের মধ্যে অনাবশ্যক তথ্যের অব্যবস্থা থাকে।

২. স্পষ্টতা: পারিভাষিক শব্দে শব্দটির সঠিক ও নির্দিষ্ট অর্থ তুলে ধরা হয় যাতে কোনো ধরণের দ্বিধা থাকে না।

৩. পরিসীমিততা: পারিভাষিক শব্দে মূল শব্দের পরিসীমিত বা নির্দিষ্ট অর্থই তুলে ধরা হয়।

৪. নিরপেক্ষতা: পারিভাষিক শব্দে ব্যক্তিগত মতামতের কোন প্রভাব থাকে না, শুধু বস্তুনিষ্ঠ তথ্যই থাকে।

৫. শিক্ষামূলক: পারিভাষিক শব্দ ব্যাখ্যা করার মাধ্যমে মূল শব্দের সম্পর্কে জ্ঞান লাভ করা যায়।

৬. সহজ বোঝার মত: পারিভাষিক শব্দগুলি সহজে বুঝতে পারা যায়।

পারিভাষিক শব্দ ও বিদেশি শব্দের পার্থক্য :-

পারিভাষিক শব্দ এবং বিদেশি শব্দের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে:

১) উৎপত্তি:

পারিভাষিক শব্দের উৎপত্তি হয় সেই ভাষা থেকেই, যেখানে এটি প্রয়োগ করা হয়েছে। কিন্তু বিদেশী শব্দের উৎপত্তি অন্য কোনো ভাষা থেকে হয়।

২) প্রয়োগ:

পারিভাষিক শব্দ প্রয়োগ করা হয় যখন সেই ভাষায় সেই ধরণের কোনো শব্দ নেই। বিদেশি শব্দ হলো অন্য ভাষার শব্দ।

৩) পরিচিতি:

পারিভাষিক শব্দ সহজে বোঝা যায় এবং সেই ভাষার মতো শোনায়। বিদেশি শব্দ বেশিরভাগ ক্ষেত্রেই অপরিচিত মনে হয়।

৪) প্রসার:

পারিভাষিক শব্দের প্রসার সীমিত এবং সময়ের সাথে লুপ্ত হয়ে যেতে পারে। বিদেশী শব্দ দীর্ঘস্থায়ী এবং ব্যাপক ভাবে প্রসারিত হয়।

পারিভাষা তালিকা :-

  • Abbreviation -- সংক্ষেপণ
  • Academic -- অধিবিদ্যা / বিদ্যায়তনিক
  • Academic year / session -- শিক্ষাবর্ষ
  • Account -- হিসাব
  • Acknowledgement -- প্রাপ্তিস্বীকার
  • Acting -- ভারপ্রাপ্ত/ অস্থায়ী
  • Acting editor -- ভারপ্রাপ্ত সম্পাদক 
  • Adaptation -- অভিযোজন
  • Address of welcome -- অভিনন্দনপত্র বা সংবর্ধনা ভাষণ
  • Admission -- ভর্তি, প্রবেশ
  • Administrator -- প্রশাসক
  • Abstract -- সার বিমূর্ত
  • Administrative --- প্রশাসনিক
  • Admit card -- প্রবেশপত্র 
  • Adult education --বয়স্ক শিক্ষা
  • Addrest -- সমন্বয় করা
  • Adviser -- উপদেষ্টা 
  • Affidavit -- শপথনামা/হলফনামা
  • Agenda -- আলোচ্য-সূচি
  • Agent -- প্রতিনিধি / অনুসংগঠক / এজেন্ট 
  • Agreement -- চুক্তি / সম্মতি/মতৈক্য
  • Aid -- সাহায্য
  • Air-conditioned -- শীততাপ নিয়ন্ত্রিত
  • Air-mail -- বিমান ডাক
  • Allotment -- বরাদ্দ
  • Analysis -- বিশ্লেষণ
  • Anatomy -- শরীরস্থান
  • Anti-corruption -- দুর্নীতি দমন
  • Appendix -- পরিশিষ্ট
  • Annexation -- সংযোজন
  • Approve -- অনুমোদন করা
  • Article -- অনুচ্ছেদ
  • Axis -- অনুচ্ছেদ; অক্ষরেখা
  • Assembly --পরিষদ / সভা
  • Attestation -- প্রত্যয়ন
  • Auditor --- হিসাব নিরীক্ষক
  • Audio -- শ্রাব্য, শ্রুতি
  • Author -- লেখক, গ্রন্থকার
  • Autograph -- স্বাক্ষর / ষলেখন / অটোগ্রাফ
  • Autonomous -- ষায়ত্তশাসিত
  • Architecture -- স্থাপত্যবিদ্যা

  • Background --পটভূমি
  • Bacteria -- জীবাণু
  • Bail -- জামিন
  • Ballot -- ভোট
  • Ballot paper -- ভোটপত্র
  • Banquet -- ভোজসভা
  • Banker -- ব্যাংক মালিক
  • Bankrupt -- দেউলিয়া
  • Basic -- মৌলিক, মৌল
  • Basic pay -- মূল বেতন
  • Bearer -- বাহক
  • Bidder -- নিলাম ডাকিয়ে
  • Bio-data -- জীবনবৃত্তান্ত
  • Bibliography -- গ্রন্থপঞ্জি/রচনাপঞ্জি
  • Blography -- জীবনচরিত, জীবনী
  • Black-out -- নিষ্প্রদীপ
  • Blueprint -- নীলনকশা, প্রতিচিত্র
  • Bond -- মুচলেকা / প্রতিজ্ঞাপত্ৰ
  • Boycott -- বর্জন/বয়কট
  • Book-post -- খোলা ডাক
  • Booklet -- পুস্তিকা
  • Boy-scout -- ব্রতী বালক, বয় স্কাউট
  • Brand -- ছাপ, মার্কা
  • Break of study -- অধ্যয়ন বিরতি, শিক্ষা বিরতি
  • Broker -- দালাল
  • Bureau -- সং
  • Bulletin -- জ্ঞাপন-পত্ৰ
  • Bureaucracy --আমলাতন্ত্র
  • By-law -- উপ-আইন
  • By-Election -- উপ-নির্বাচন

  • Cabinet -- মন্ত্রিপরিষদ
  • Calendar -- পঞ্জিকা
  • Campus -- অঙ্গন/ ক্যাম্পাস
  • Capital -- পুঁজি/ মূলধন
  • Capitalist -- পুঁজিবাদ
  • Caption -- শিরোনাম / পরিচয় নাম/পরিচিতি
  • Carbon dioxide -- অঙ্গারাম্লজান
  • Caretaker -- তত্ত্বাবধায়ক
  • Cargo -- মাল
  • Cartoon -- ব্যঙ্গচিত্র
  • Catalogue -- তালিকা, গ্রন্থতালিকা
  • Census -- আদমশুমারি
  • Certificate -- সনদ/প্রত্যয়ন পত্র
  • Ceiling -- সিলিং, ছাদের তলভাগ
  • Cess --  উপকর
  • Chancellor -- আচার্য
  • Cheque --  চেক, হুন্ডি
  • Chief -- প্রধান
  • Chief whip -- মুখ্য সচেতক / চিফ হুইপ
  • Civil war -- গৃহযুদ্ধ
  • Code -- সংকেত / বিধি
  • Cold war -- ঠান্ডা যুদ্ধ
  • Concession -- সুবিধা/ছাড়
  • Cold storage -- হিমাগার
  • Conduct -- আচরণ
  • Conference -- সম্মেলন
  • Constitution -- সংবিধান
  • Coordinator -- সমন্বয়কারী
  • Copy -- প্রতিলিপি/নকল
  • Copyright -- লেখকস্বত্ব
  • Cordon -- বেষ্টনী
  • Correspondent -- সংবাদদাতা
  • Counsel -- পরামর্শ/পরামর্শক/অধিবক্তা
  • Crown -- মুকুট
  • Code -- বিধি

  • Debit -- বিকলন, খরচ, খরচ লেখা
  • Data -- উপাত্ত
  • Debate -- বিতর্ক
  • Death penalty -- মৃত্যুদণ্ড
  • Deed -- দলিল
  • Deed of gift -- দানপত্র 
  • Defence -- প্রতিরক্ষা
  • Design -- নকশা
  • Demonstrator -- প্ৰদৰ্শক
  • Deposit -- আমানত
  • Deputation -- প্রতিনিধি, প্রেষণ
  • Deputy -- উপ-প্রতিনিধি
  • Deputy secretary -- উপ-সচিব
  • Diagnosis -- নিদান/রোগনির্ণয়
  • Dialect -- উপভাষা
  • Diplomat  -- কূটনীতিক
  • Diplomacy -- কূটনীতি
  • Discharge -- বরখাস্ত/কার্যমুক্তি
  • Dividend -- লভ্যাংশ
  • Donation -- দান
  • Donor -- দাতা
  • Dowry -- যৌতুক
  • Duel -- দ্বন্দ্বযুদ্ধ
  • Dynamic -- গভীর, গতিশীল

  • Edition -- সংস্করণ
  • Editor -- সম্পাদক
  • Editorial -- সম্পাদকীয়
  • Embargo -- নিষেধাজ্ঞা, অবরোধ
  • Encyclopedia -- বিশ্বকোষ
  • Enquiry -- অনুসন্ধান, তদন্ত
  • Epitaph -- সমাধিলিপি
  • Equation --  সমীকরণ
  • Eyewarh -- ধোঁকা
  • Exchange -- বিনিময়
  • External -- বাহা, বহিস্থ
  • Expert -- বিশেষজ্ঞ / দক্ষ
  • Exit -- নির্গম
  • Executive -- নির্বাহী
  • Excuse -- অজুহাত
  • Ethics -- নীতিবিদ্যা

  • Fact -- ঘটনা, তথ্য
  • Face value -- গায়ের মূল্য
  • Faculty -- অনুষদ
  • Format -- বিন্যাস, অধ্যায়, ভাগ
  • Feudal -- সামন্ততান্ত্রিক
  • Fiction -- কথাসাহিত্য
  • File -- নথি
  • Flat rate -- সমাহার
  • Follow-up -- অনুসরণ করা
  • Forecast -- পূর্বাভাস
  • Free market -- খোলা বাজার/মুক্তবাজার
  • Fundamental -- মৌল/মৌলিক/মূল

  • Galaxy -- ছায়াপথ
  • Gazetted -- ঘোষিত
  • Get-up -- অঙ্গসজ্জা
  • Geology -- ভূতত্ত্ব
  • Global -- বৈশ্বিক
  • Godown -- গুদাম
  • Goods -- পণ্য / মাল
  • Goodwill -- সুনাম
  • Governing body -- পরিচালনা পর্ষদ
  • Graph -- চিত্রলেখ
  • Gist -- সারমর্ম/সারকথা
  • Gratuity -- আনুতোষিক
  • Greenhouse -- সবুজ বলয় / গ্রিন হাউস
  • Green room -- সাজঘর
  • Grade -- পর্যায়/মাত্রা শ্রেণি
  • Gunny -- চট
  • Guard -- রক্ষী / পাহারাদার

  • Handbill -- প্রচারপত্র -
  • Headline -- শিরোনাম
  • Hearing -- শ্রবণ/শুনানি
  • Home ministry -- ষরাষ্ট্র মন্ত্রণালয়
  • Honorarium -- সম্মানী
  • Hood -- বোরখা, বোরকা
  • Hostage --- জিম্মি
  • Hostile -- বৈরী, প্রতিকূল
  • Humanity --- মানবতা
  • Hypocrisy -- কপটতা, ভণ্ডামি
  • Highway -- মহাসড়ক, জনপথ

  • Interim -- অন্তবর্তীকালীন, অস্থায়ী
  • Idiom -- বাগধারা
  • Immigrant -- অভিবাসী
  • Impeachment -- অভিশংসন
  • Index -- নির্দেশক/নির্ঘণ্ট / সূচক
  • Internal -- অভ্যন্তরীণ
  • Internal -- অন্তর্বর্তীকালীন
  • Interview -- সাক্ষাৎকার
  • Interpreter -- দোভাষী
  • Invoice -- চালান
  • Initial -- প্রাথমিক
  • Investigation -- অনুসন্ধান
  • Irrigation -- সেচ

  • Judge -- বিচারক
  • Justice -- বিচারপতি

  • Key word --মূল শব্দ

  • Leap year -- অধিবর্ষ
  • Lease -- ইজারা
  • Legal -- বৈধ / আইনসম্মত
  • Legend -- কিংবদন্তি
  • Lender -- মহাজন / ঋণদাতা
  • Lien -- পূর্বস্বত্ব
  • Light year -- আলোকবর্ষ
  • Limited -- সীমাবদ্ধ। সীমিত
  • Literature -- সাহিত্য


  • Manifesto -- ইশতেহার
  • Manuscript -- পাণ্ডুলিপি
  • Marketing --  বিপণন
  • Mayor -- মহানাগরিক / মেয়র / পুরকর্তা
  • Medical college -- চিকিৎসা মহাবিদ্যালয়
  • Memorandum -- স্মারকলিপি
  • Mass -- গণ, জন
  • Myth -- অতিকথা
  • Mercury -- পারদ
  • Method -- প্রণালি / পদ্ধতি
  • Misconduct -- অসদাচরণ
  • Millennium -- সহস্রাব্দ, সহস্রবার্ষিক
  • Mineral -- খনিজ/ খনিজ দ্রব্য
  • Museum -- জাদুঘর
  • Myth -- মিথ
  • Migration -- অভিবাসী

  • Nationality -- জাতীয়তা
  • National assembly -- জাতীয় পরিষদ
  • Nationalization -- জাতীয়করণ/রাষ্ট্রীয়করণ
  • Note -- মন্তব্য
  • Neutral -- নিরপেক্ষ
  • Notice board -- বিজ্ঞপ্তিফলক
  • Nursery -- শিশুশালা; তরুশালা; গুটিশালা
  • Nutrition -- পুষ্টি

  • Oath -- শপথ
  • Obedient -- অনুগত / বাধ্
  • Obligation -- দায়িত্বমূলক, বাধ্যতামূলক
  • Occupation -- বৃত্তি/দখল/ উপজীবিকা
  • Office bearer -- কর্মকর্তা
  • Option -- ইচ্ছা
  • Optional -- ঐচ্ছিক
  • Organ -- অঙ্গ, যন্ত্ৰ

  • Para -- অনুচ্ছেদ
  • Parliament -- সংসদ
  • Passport -- ছাড়পত্র / পাসপোর্ট
  • Password -- সঙ্কেত/গুপ্তশব্দ
  • Pay-bill -- বেতনপত্র / বেতন
  • Pay-order -- পরিশোধ আদেশ/ পে-অর্ডার
  • Payee -- প্রাপক
  • Plosive -- পৃষ্ট ধ্বনি
  • Phonetics -- ধ্বনিবিজ্ঞান
  • Prime -- প্রধান/মুখ্য
  • Prepaid -- আগাম প্রদত্ত
  • Power house --  বিদ্যুৎ কেন্দ্র
  • Prescription -- ব্যবস্থাপত্র
  • President -- রাষ্ট্রপতি, সভাপতি
  • Principal -- অধ্যক্ষ/প্রধান
  • Principle -- তত্ত্ব/সূত্র/নীতি
  • Public -- লোক; জনসাধারণ
  • Publication -- প্রকাশনা
  • Public Fund -- সরকারি তহবিল
  • Public opinion -- জনমত
  • Public works -- গণপূর্ত
  • Publicity -- প্রচার
  • Pay -- প্রদেয়
  • Penalty -- দত্ত, শাস্তি
  • Penal Code -- দণ্ডবিধি

  • Quota -- নির্ধারিত অংশ, যথাংশ
  • Quack -- হাতুড়ে
  • Query -- জিজ্ঞাসা, প্রশ্ন
  • Quarantine -- সঙ্গরোধ
  • Queue -- সারি; সার

  • Rank -- পদমর্যাদা
  • Ratio -- অনুপাত
  • Recommend -- সুপারিশ করা
  • Record room -- মহাফেজখানা
  • Reform -- সংস্কার করা, সংস্কার
  • Regiment -- সৈন্যদল
  • Refugee -- বাস্তুহারা
  • Registration -- নিবন্ধন
  • Republic -- প্রজাতন্ত্র
  • Routine -- নিত্যক্রম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ