সর্বনাম পদ কাকে বলে :-
বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে।আসলে একই বিশেষ্য পদ বাং বার ব্যবহার না করে তার পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাই সর্বনাম পদ।
সর্বনাম কাকে বলে এ সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা সর্বনামের উদাহরণ ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব।
উপরে কথিত বাক্যগুলিতে বর্ষা শব্দটি চারবার ব্যবহৃত হয়েছে। তার ফলে একটা একঘেঁয়েমি এসেছে তাই বাক্যগুলিকে যদি এইভাবে লেখা যায় -
বর্ষা সকালবেলায় পড়াশোনা করে। সে দুপুরবেলায় স্কুলে যায়।সে বিকালে টেনিস খেলে। সে সন্ধ্যেবেলা পড়তে বসে।
সর্বনাম পদের উদাহরণ :-
বর্ষা সকালবেলা পড়াশোনা করে। বর্ষা দুপুরবেলায় স্কুলে যায়। বর্ষা বিকালবেলায় টেনিস খেলে। বর্ষা সন্ধ্যাবেলা পড়তে বসে।উপরে কথিত বাক্যগুলিতে বর্ষা শব্দটি চারবার ব্যবহৃত হয়েছে। তার ফলে একটা একঘেঁয়েমি এসেছে তাই বাক্যগুলিকে যদি এইভাবে লেখা যায় -
বর্ষা সকালবেলায় পড়াশোনা করে। সে দুপুরবেলায় স্কুলে যায়।সে বিকালে টেনিস খেলে। সে সন্ধ্যেবেলা পড়তে বসে।
এখানে বর্ষার পরিবর্তে 'সে' শব্দটি ব্যবহার করা হয়েছে। তাই ‘সে’সর্বনাম পদ।
১ - সাপেক্ষ সর্বনাম,
২ - নিরপেক্ষ সর্বনাম।
প্রশ্নবাচক সর্বনাম :-
কে, কী কোনো, কারা প্রভৃতি শব্দগুলির দ্বারা কোনো প্রশ্ন করা যায়—তাই এগুলি প্রশ্নবাচক সর্বনাম।
আত্মবাচক সর্বনাম :-
নিজে নিজে, স্বয়ং আপনি প্রভৃতি শব্দগুলির দ্বারা কোনো ব্যক্তি নিজেকে প্রকাশ করে সে কারণেই এগুলিকে আত্মবাচক সর্বনাম বলে।
সাপেক্ষ সর্বনাম :-
যে-সে, যার-তার, যিনি তিনি, যা-তা প্রভৃতি সর্বনাম পদগুলি একে অন্যের সঙ্গে যুগ্মভাবে ব্যবহৃত হয়, একারণে এদের সাপেক্ষ সর্বনাম বলে।
সর্বনাম পদ কত প্রকার ও কি কি :-
সর্বনাম পদ প্রধানত দুইপ্রকার -১ - সাপেক্ষ সর্বনাম,
২ - নিরপেক্ষ সর্বনাম।
আরও পড়ুন :- বিশেষণ পদ কি? উদাহরণ দাও?
উপরোক্ত এই দুটি ভাগ ছাড়াও সর্বনামকে আরও আটটি ভাগে ভাগ করা যায়। যথা-
তিনি, সে. উনি, তাহাকে, তাঁহাকে, তাহাদের, তাহার, তাঁহার, এটি, এইটি প্রভৃতি শব্দগুলি বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয়। এদের প্রকৃত অর্থ বোঝাবার জন্য বিশেষ্য পদের অপেক্ষা করতে হয়। আর এ কারণেই এদের সাপেক্ষ সর্বনাম পদ বলা হয়।
নিরপেক্ষ সর্বনাম :-
তুমি, আপনি, আমি, আমরা প্রভৃতি শব্দগুলি কোনো বিশেষ নাম নয়। কিন্তু কোনো না কোনো ব্যক্তির পরিবর্তে বাসে বলে এগুলিও সর্বনাম। এরা বিশেষ্য পদের অপেক্ষা না রেখেই বাক্যে ব্যবহৃত হতে পারে বলে এরা নিরপেক্ষ সর্বনাম পদ।
ব্যক্তিবাচক সর্বনাম :-
আমি, তুমি, সে আমাদের প্রভৃতি শব্দগুলি কোনো না কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তাই এরা ব্যক্তিবাচক সর্বনাম।
উপরোক্ত এই দুটি ভাগ ছাড়াও সর্বনামকে আরও আটটি ভাগে ভাগ করা যায়। যথা-
- ব্যক্তিবাচক সর্বনাম,
- নির্দেশক সর্বনাম,
- অনির্দেশক সর্বনাম,
- প্রশ্নবাচক সর্বনাম,
- আত্মবাচক সর্বনাম,
- সম্বন্ধসূচক সর্বনাম,
- সমষ্টিবাচক সর্বনাম,
- সাপেক্ষ সর্বনাম।
বিভিন্ন প্রকার সর্বনাম এর সংজ্ঞা :-
সাপেক্ষ সর্বনাম :-তিনি, সে. উনি, তাহাকে, তাঁহাকে, তাহাদের, তাহার, তাঁহার, এটি, এইটি প্রভৃতি শব্দগুলি বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয়। এদের প্রকৃত অর্থ বোঝাবার জন্য বিশেষ্য পদের অপেক্ষা করতে হয়। আর এ কারণেই এদের সাপেক্ষ সর্বনাম পদ বলা হয়।
নিরপেক্ষ সর্বনাম :-
তুমি, আপনি, আমি, আমরা প্রভৃতি শব্দগুলি কোনো বিশেষ নাম নয়। কিন্তু কোনো না কোনো ব্যক্তির পরিবর্তে বাসে বলে এগুলিও সর্বনাম। এরা বিশেষ্য পদের অপেক্ষা না রেখেই বাক্যে ব্যবহৃত হতে পারে বলে এরা নিরপেক্ষ সর্বনাম পদ।
ব্যক্তিবাচক সর্বনাম :-
আমি, তুমি, সে আমাদের প্রভৃতি শব্দগুলি কোনো না কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তাই এরা ব্যক্তিবাচক সর্বনাম।
আরও পড়ুন :- বিশেষ্য কাকে বলে? উদাহরণ দাও?
নির্দেশক সর্বনাম :-
ইনি, উনি, এটি, সেটি, ওটা, এই, ওই প্রভৃতি শব্দগুলি কোনো না কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে। তাই এদের নির্দেশক সর্বনাম বলে।
অনির্দেশক সর্বনাম :-
কেউ, কেহ, কেউ কেউ প্রভৃতি শব্দগুলি কোনো নির্দিষ্ট কিছু নির্দেশ করে না। তাই এদের অনির্দেশক সর্বনাম বলে।
নির্দেশক সর্বনাম :-
ইনি, উনি, এটি, সেটি, ওটা, এই, ওই প্রভৃতি শব্দগুলি কোনো না কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে। তাই এদের নির্দেশক সর্বনাম বলে।
অনির্দেশক সর্বনাম :-
কেউ, কেহ, কেউ কেউ প্রভৃতি শব্দগুলি কোনো নির্দিষ্ট কিছু নির্দেশ করে না। তাই এদের অনির্দেশক সর্বনাম বলে।
প্রশ্নবাচক সর্বনাম :-
কে, কী কোনো, কারা প্রভৃতি শব্দগুলির দ্বারা কোনো প্রশ্ন করা যায়—তাই এগুলি প্রশ্নবাচক সর্বনাম।
আত্মবাচক সর্বনাম :-
নিজে নিজে, স্বয়ং আপনি প্রভৃতি শব্দগুলির দ্বারা কোনো ব্যক্তি নিজেকে প্রকাশ করে সে কারণেই এগুলিকে আত্মবাচক সর্বনাম বলে।
সম্বন্ধসূচক সর্বনাম :-
তাঁর, তাঁহার, নিজের প্রভৃতি শব্দগুলির দ্বারা অন্য পদের সঙ্গে সম্বন্ধ প্রকাশ করে এ কারণেই এদের সম্বন্ধসূচক সর্বনাম বলে।
সমষ্টিবাচক বা সাকল্যবাচক সর্বনাম :-
সকলের, সকলে, সমস্ত উভয়, উভয়কে প্রভৃতি শব্দের দ্বারা সকল বা সমস্ত বোঝায়। তাই এদের সমষ্টিবাচক সর্বনাম বলে।
তাঁর, তাঁহার, নিজের প্রভৃতি শব্দগুলির দ্বারা অন্য পদের সঙ্গে সম্বন্ধ প্রকাশ করে এ কারণেই এদের সম্বন্ধসূচক সর্বনাম বলে।
সমষ্টিবাচক বা সাকল্যবাচক সর্বনাম :-
সকলের, সকলে, সমস্ত উভয়, উভয়কে প্রভৃতি শব্দের দ্বারা সকল বা সমস্ত বোঝায়। তাই এদের সমষ্টিবাচক সর্বনাম বলে।
আরও পড়ুন :- পদ কাকে বলে ও কত প্রকার?
সাপেক্ষ সর্বনাম :-
যে-সে, যার-তার, যিনি তিনি, যা-তা প্রভৃতি সর্বনাম পদগুলি একে অন্যের সঙ্গে যুগ্মভাবে ব্যবহৃত হয়, একারণে এদের সাপেক্ষ সর্বনাম বলে।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.