তাহলে এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে বিশেষ্য পদ কাকে বলে? এবং এটি কয় প্রকার ও কি কি?
বিশেষ্য পদ কাকে :-
বিশেষ্য পদ কি? তা এককথায় বললে, যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে।যেমন- শ্যামল, গোরু, বায়ু, সভা, দয়া, শমন, হিমালয় প্রভৃতি।
আরও পড়ুন :- পদ কাকে বলে ও কত প্রকার?
অথবা আমরা বলতে পারি, বাক্যের মধ্যে ব্যবহৃত যে কোন ব্যক্তি, বস্তু, গুণ, স্থান, কাল, ভাব ও ক্রিয়া ইত্যাদির নামকে বিশেষ্য পদ বা নাম পদ বলে।
আচ্ছা বিশেষ্য পদকে নাম-পদও বলা হয় অর্থাৎ বিশেষ্য পদের অপর নাম নাম পদ।
বিশেষ্য পদের প্রকারভেদ :-
বিশেষ্য পদকে ছয়টি শ্রেনীতে ভাগ করা যায় যথা -১ - সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন- রবীন্দ্রনাথ, সুভাষ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, গঙ্গা, রামায়ণ, কোরান, বাইবেল।
২ - বস্তুবাচক বিশেষ্য। উদাহরণ - তামা, রূপা, পাথর, মাটি, জল, দুধ, বই, কাগজ।
৩ - জাতিবাচক বিশেষ্য। যেমন - বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, বাঙালি, বিহারি।
৪ - সমষ্টিবাচক বিশেষ্য। যেমন - দল, সভা, সমিতি, জনতা, বাহিনী।
৫ - গুণবাচক বিশেষ্য। যেমন - ভালো, দয়া, সাধুতা, সততা, মমতা, মহত্ব।
আরও পড়ুন :- ক্রিয়াপদ কি? উদাহরণ দাও?
৬ - ক্রিয়াবাচক বিশেষ্য। যেমন - ভ্রমণ, দর্শন, ভোজন, শয়ন, চলন, গমন।
নিন্মে এই সব বিশেষ্য পদের সংজ্ঞা আলোচনা করা হলো -
১ - সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য :-
যে বিশেষ্য দ্বারা ব্যক্তি, স্থান, পর্বত, নদী, গ্রন্থ প্রভৃতির নাম বোঝায় তাকেই সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য বলে।যেমন– বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, কলকাতা, মুম্বাই, দিল্লি, গঙ্গা, কাবেরী, কৃষ্ণা, মহানদী, হিমালয়, আন্দিজ, আত্মস, রকি, বাইবেল, রামায়ণ, মহাভারত ইত্যাদি।
২ - বস্তুবাচক বিশেষ্য :-
যে বিশেষ্য দ্বারা যে সমস্ত বস্তুর নামকে বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে।এখানে একটি বিষয় বস্তুবাচক বিশেষ্য দ্বারা কেবলমাত্র সেই বস্তুকেই বোঝায় যার পরিমাপ করা হয়, তবে সংখ্যাকে বোঝায় না।
যেমন - পাথর, গাছ, লোহা, তামা, জল, তেল, চাপাতি, মশলা, বই, পেন ইত্যাদি।
৩ - জাতিবাচক বিশেষ্য :-
যে বিশেষ্য দ্বারা এক জাতীয় সব প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে।
যেমন - বাঘ, মহিষ, হাতি, জেব্রা, চিতা, হরিণ, বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পারসিক, ইহুদি ইত্যাদি।
যেমন—সভা, সমিতি, শ্রেণি, দল, ঝাঁক, জনতা বাহিনী, সম্প্রদায় প্রভৃতি।
যেমন - বাঘ, মহিষ, হাতি, জেব্রা, চিতা, হরিণ, বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পারসিক, ইহুদি ইত্যাদি।
৪ - সমষ্টিবাচক বিশষ্য :-
যে বিশেষ্য দ্বারা কোনো কিছুর সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে।যেমন—সভা, সমিতি, শ্রেণি, দল, ঝাঁক, জনতা বাহিনী, সম্প্রদায় প্রভৃতি।
আরও পড়ুন :- অব্যয় পদ কত প্রকার ও কি কি
যেমন - মমতা, কাতর, সাধুতা, দয়া, সততা, বিনয়, মহত্ব, রোগ, শোক, শৈশব, যৌবন, বৃদ্ধ, বিদ্যা ইত্যাদি।
যেমন - ভ্রমণ, দর্শন, ভোজন, শয়ন, গমন, পঠন, লিখন ইত্যাদি।
৫ - গুণবাচক বিশেষ্য :-
যে বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা ও ভাবের নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে।যেমন - মমতা, কাতর, সাধুতা, দয়া, সততা, বিনয়, মহত্ব, রোগ, শোক, শৈশব, যৌবন, বৃদ্ধ, বিদ্যা ইত্যাদি।
৬ - ক্রিয়াবাচক বিশেষ্য :-
যে বিশেষ্য দ্বারা কোনো কাজ বা কর্মের নামকে বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে।যেমন - ভ্রমণ, দর্শন, ভোজন, শয়ন, গমন, পঠন, লিখন ইত্যাদি।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.