চেক ও বিনিময় বিলের পার্থক্য?

চেক ও বিনিময় বিলের পার্থক্য :-

চেক ও বিনিময় বিল উভয়ই লিখিত, প্রস্তুতকারী কর্তৃক স্বাক্ষরিত ও শর্তহীন হস্তান্তরযোগ্য ঋণ দলিল। উভয় দলিলই যাবতীয় ব্যবসায়িক দেনা-পাওনা নিষ্পত্তির জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দলিল দুটির মধ্যে যথেষ্ট মিল থাকা সত্ত্বেও অনেক মৌলিক পার্থক্যও দেখা যায়। নিম্নে চেক বিনিময় বিলের পার্থক্য বর্ণনা করা হল :

পার্থক্যের বিষয়চেকবিনিময় বিল
সংজ্ঞাপ্রস্তুতকারী কর্তৃক স্বাক্ষরিত ব্যাংক কর্তৃক সরবরাহকৃত যে মুদ্রিত দলিলে আমানতকারী কোন ব্যক্তি বা বাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য ব্যাংকের প্রতি লিখিত ও শর্তহীন আদেশ দেয় তাকে চেক বলে ।প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত যে লিখিত দলিলে কোন ব্যক্তিকে বা বাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ ভবিষ্যত কোন তারিখে প্রদানের জন্য শর্তহীন আদেশ দেয়া হয় তাকে বিনিময় বিল বলে ।
প্রস্তুতকরণব্যাংক কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট ছাপানো ফরমে চেক প্রস্তুত করা হয়।
ব্যবসায়ীর ছাপানো বিল ফরমে বা সাদা কাগজে বিনিময় বিল প্রস্তুত করা হয়।
আদেষ্টা ও আদিষ্টআদেষ্টা আমানতকারী এবং আদিষ্ট ব্যাংক ।
আদেষ্টা পাওনাদার এবং আদিষ্ট দেনাদার।
প্রস্তুতকারীআমানতকারী চেক কাটতে পারে ।পাওনাদার বিনিময় বিল প্রস্তুত করে।
স্বাক্ষরশুধু আমানতকারী বা আদেষ্টার স্বাক্ষর প্রয়োজন হয়।
আদেষ্টা ও আদিষ্ট বা স্বীকৃতিকারীর স্বাক্ষর প্রয়োজন হয় ।
স্বীকৃতিচেকে কোন স্বীকৃতির প্রয়োজন হয় না ।বিলে আদিষ্ট বা তার প্রতিনিধির স্বীকৃতি প্রয়োজন।
কপিকেবল মাত্র এক কপি প্রস্তুত করা হয়।
একাধিক কপি প্রস্তুত করা হয়। বৈদেশিক বিনিময় বিল তিন কপি প্রস্তুত করা হয়।
স্ট্যাম্পআমাদের দেশে চেকে কোন স্ট্যাম্প লাগাতে হয় না ।মেয়াদী বিলে মূল্যানুসারে স্ট্যাম্প লাগাতে হয়।
সংশ্লিষ্ট পক্ষএতে তিনটি পক্ষ থাকে। যথা আদিষ্ট ও প্রাপক , আদেষ্টা।
এতে চারটি পক্ষ থাকে। যথা - আদেষ্টা, আদিষ্ট, স্বীকৃতিকারী ও প্রাপক ।
অনুমোদনহুকুম চেক অনুমোদনের মাধ্যমে হস্তান্তর হলেও বাহকের চেক অনুমোদন ছাড়াই হস্তান্তর হয় ।সাধারণতঃ বিনিময় বিল অনুমোদনের মাধ্যমে হস্তান্তর হয় ।
বাট্টাকরণচেক কখনও বাট্টাকরণ করা যায় না ।মেয়াদী বিল মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে বাট্টাকরণ ও পূণঃ বাট্টাকরণ করা যায়।
অনুগ্রহ দিবসকোন অনুগ্রহ দিবসের ব্যবস্থা নেই এবং প্রয়োজন হয় না ।
মেয়াদী বিলের অর্থ পরিশোধের জন্য আদিষ্টকে মেয়াদ পূর্ণ হওয়ার পরও তিন দিন অতিরিক্ত সময় দেয়া হয় যাকে অনুগ্রহ দিবস বলে ।
নবায়নচেক নবায়নের কোন বিধান নেই ।মেয়াদ শেষে আদিষ্ট অর্থ পরিশোধে অপারগ হলে আদেষ্টার সম্মতিতে বিলের নবায়ন করা যায় ।
কার্যক্ষেত্রঅভ্যন্তরীণ বাণিজ্যে এর ব্যবহার ও কার্যক্ষেত্র সীমিত।অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যে বিনিময় বিলের কার্যক্ষেত্র বিস্তৃত ।
পরিশোধকোন ত্রুটি না থাকলে চাহিবামাত্র ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় ।
দর্শনী বিলের ক্ষেত্রে চাহিবামাত্র এবং মেয়াদী বিলের ক্ষেত্রে মেয়াদ পূর্ণ হওয়ার পর পরিশোধিত হয়।
উদ্দেশ্যনগদ অর্থ লেনদেনের ঝামেলা কমানোর জন্য চেক ব্যবহার করা হয়।বাকীতে ক্রয়-বিক্রয়ের সুবিধার জন্য বিল ব্যবহার করা হয়।
দাগকাটাঅধিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য চেকে দাগকাটার বিধান আছে ।
বিনিময় বিলে নিরাপত্তার জন্য দাগকাটার কোন বিধান নাই ।
নোট ও প্রতিবাদকরণচেক অমর্যাদা হলে নোট প্রতিবাদকরণের প্রয়োজন হয় না ।
বিল অমর্যাদা হলে নোটও প্রতিবাদকরণ প্রয়োজন হয়।
ব্যবহারকারীসব পেশার মানুষ চেক ব্যবহার করে ।শুধুমাত্র ব্যবসায়ী বিল ব্যবহার করে।
রেফারিপ্রয়োজনে রেফারির নাম উল্লেখ চেকের ক্ষেত্রে প্রযোজ্য নয় ।প্রয়োজনে রেফারি হিসাবে তৃতীয় পক্ষের নাম বিলে অন্তর্ভুক্ত করার বিধান আছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ