এপিস্ট্যাসিস কাকে বলে? এপিস্ট্যাসিস কত প্রকার ও কি কি?

এপিস্ট্যাসিস কাকে বলে :-

সাধারণত প্রকট জিন এর উপস্থিতিতে হেটারোজাইগোটে এর প্রচ্ছন্ন অ্যালিলের বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে রোমোসোমের ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি জিন জীবের একই অঙ্গ বা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারে এবং এক লোকাসে অবস্থিত অন্য একটি জিন এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত জিন ইন্টারঅ্যাকসনের এ প্রক্রিয়ায় বাধা প্রদানকারী জিনকে এপিস্ট্যাটিক (epistatic) বা বাধক জিন এবং বাধাগ্রস্থ জিনটিকে হাইপোস্ট্যাটিক (hypostatic) জিন বলে।

আরও পড়ুন :- কোলেস্টেরল কি?

ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন-অ্যালিলিক (non- allelic) জিন যখন অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধাদান করে তখন এ প্রপঞ্চকে (phenomenon ) এপিস্ট্যাসিস (Epistasis) বলা হয়।

এপিস্ট্যাসিস কত প্রকার ও কি কি :-

এপিস্ট্যাসিস প্রকৃতপক্ষে ৪ প্রকার। যথা-
  1. প্রকট এপিস্ট্যাসিস,
  2. প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস,
  3. ডুপ্লিকেট প্রকট এপিস্ট্যাসিস,
  4. ডুপ্লিকেট প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস।
আরও পড়ুন :- অস্থিসন্ধি কি?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ