ভারতের রাজধানী - রাজ্য সমূহ ও কেন্দ্র শাসিত অঞ্চল, প্রতিষ্ঠাতা

ভারত :-

এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া অংশে ভারতের অবস্থান। ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। এর উত্তরে হিমালয় পর্বত, চীন, নেপাল ও ভুটান, দক্ষিণে ভারত মহাসাগর ও শ্রীলংকা, পূর্বে মায়ানমার, বঙ্গোপসাগর ও পূর্বাংশের অভ্যন্তরে বাংলাদেশ, এবং পশ্চিমে পাকিস্তান ও আরব সাগর অবস্থিত।


ভারত ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ভারতের রাজধানী নয়াদিল্লী। ২৮টি অঙ্গরাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত রাজ্য নিয়ে ভারত গঠিত।
ভারতের রাজধানী

দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতের আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার। ভারতের নদীগুলোর মধ্যে অন্যতম সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, কাবেরী, নর্মদা ইত্যাদি। ভারতের সংবিধানে ২২টি ভাষা স্বীকৃত রয়েছে।

ভারতের ভূ-প্রকৃতিকে ভাগ করা যায় সাধারণত চারটি অঞ্চলে। যথা-
  • বৃহত্তর পার্বত্য অঞ্চল,
  • ইন্দো-গঙ্গা সমভূমি অঞ্চল,
  • মরু অঞ্চল এবং
  • দক্ষিণাঞ্চলীয় সামুদ্রিক জলবেষ্টিত উপদ্বীপ অঞ্চল।

ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমীর অন্তর্ভুক্ত। এদেশের জলবায়ুকে প্রধানত চারটি ঋতুতে ভাগ করা যায়। যথা-
  • শীতকাল (ডিসেম্বর-ফেব্রুয়ারি),
  • গ্রীষ্মকাল (মার্চ-জুন),
  • দক্ষিণ-পশ্চিম মৌসুমী ঋতু (জুন-সেপ্টেম্বর) এবং
  • মৌসুমী পরবর্তী ঋতু (অক্টোবর-নভেম্বর)।

শিল্প, কৃষি, যোগাযোগ, শিক্ষা, প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে প্রভূত অগ্রগতি সাধিত করেছে ভারত।



এবার আমরা ভারতের ২৮টি অঙ্গরাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত রাজ্য নিয়ে আলোচনা করব।

ভারতের অঙ্গরাজ্য সমূহ  :-

রাজ্যপ্রতিষ্ঠাতারাজধানী
অন্ধ্র প্রদেশ১ নভেম্বর, ১৯৫৬অমরাবতী
অরুনাচল প্রদেশ২০ ফেব্রুয়ারি ১৯৮৭ইটানগর
অসাম১৫ আগস্ট, ১৯৪৭দিসপুর
বিহার২২ মার্চ ১৯১২পাটনা
ছত্রিশগড়১ নভেম্বর ২০০০রায়পুর
গোয়া৩০ মে ১৯৮৭পানাজি
গুজরাট১ মে ১৯৬০গান্ধীনগর
হরিয়ানা১ নভেম্বর ১৯৬৬চন্ডীগড়
হিমাচল প্রদেশ২৫ জানুয়ারী, ১৯৭১সিমলা
ঝাড়খণ্ড১৫ নভেম্বর ২০০০রাঁচি
কর্ণাটক১ নভেম্বর ১৯৫৬বেঙ্গালুরু
কেরল১ নভেম্বর ১৯৫৬ঠিরুভানান্থাপুরাম
মধ্য প্রদেশ১ নভেম্বর ১৯৫৬ভোপাল
মহারাষ্ট্র১ মে ১৯৬০মুম্বাই
মনিপুর২১ জানুয়ারি ১৯৭২ইম্ফল
মেঘালয়২১ জানুয়ারি ১৯৭২শিলং
মিজোরাম২০ ফেব্রুয়ারি ১৯৮৭আইজাব্ল
নাগাল্যান্ড১ ডিসেম্বর ১৯৬৩কোহিমা
ওড়িশা১ এপ্রিল ১৯৩৬ভুবনেশ্বর
পাঞ্জাব১ নভেম্বর ১৯৬৬চন্ডীগড়
রাজস্থান৩০ মার্চ ১৯৪৯জয়পুর
সিকিম১৬ মে ১৯৭৫গ্যাংটক
তামিলনাড়ু১ নভেম্বর ১৯৫৬চেন্নাই
তেলেঙ্গানা২ জুন ২০১৪হায়দরাবাদ
ত্রিপুরা২১ জানুয়ারি ১৯৭২আগরতলা
উত্তর প্রদেশে২৪ জানুয়ারি ১৯৫০লখনউ
উত্তরাখণ্ড৯ নভেম্বর ২০০০দেরাদুন
পশ্চিমবঙ্গ২০ জুন ১৯৪৭কলকাতা

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল :-

কেন্দ্রশাসিত অঞ্চলরাজধানী
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জপোর্ট ব্লেয়ার
চণ্ডীগড়চণ্ডীগড়
দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউদমন
দিল্লিদিল্লি
জম্মু ও কাশ্মীরশ্রীনগর
লাদাখলেহ
লাক্ষাদ্বীপকাভারতী
পুদুচেরিপুদুচেরি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ