যুক্তরাজ্য - আয়তন, দেশসমূহ, প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য :-

ইউরোপ মহাদেশের অন্যতম দেশ যুক্তরাজ্য। এটি ২° পূর্ব দ্রাঘিমারেখা থেকে ১০° পশ্চিম দ্রাঘিমারেখা এবং ৫০° উত্তর অক্ষরেখা থেকে ৬০° উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত।

ইউরোপের উত্তর-পশ্চিমাংশে গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড নামে দুইটি বড় দ্বীপ এবং হেব্রাইডিস, মাইল অফম্যান, সেটল্যান্ড, অকনি, চ্যানেল দ্বীপপুঞ্জসহ প্রায় ৫,০০০ ছোট ছোট দ্বীপ রয়েছে।
যুক্তরাজ্য

গ্রেট ব্রিটেন তিন ভাগে বিভক্ত। এর দক্ষিণের অংশকে ইংল্যান্ড, উত্তরের অংশকে স্কটল্যান্ড এবং পশ্চিমাংশকে বলা হয় ওয়েলস।

আয়ারল্যান্ড আবার দুইটি অংশে বিভক্ত। একটি হলো উত্তর আয়ারল্যান্ড এবং অন্যটি দক্ষিণ আয়ারল্যান্ড।


দক্ষিণ আয়ারল্যান্ড একটি স্বাধীন দেশ। এর রাষ্ট্রীয় নাম আইরিশ রিপাবলিক।

উত্তর আয়ারল্যান্ড এবং গ্রেট ব্রিটেন নিয়ে গঠিত  যুক্তরাজ্য। এর রাজধানী লন্ডন। দেশটির আয়তন ২,৪৪,১১০ বর্গকিলোমিটার। যুক্তরাজ্যের মোট স্থল সীমানা ৪৪৩ কিলোমিটার এবং উপকূল রেখা ১২,৪২৯ কিলোমিটার। যুক্তরাজ্যের সঙ্গে শুধুমাত্র দক্ষিণ আয়ারল্যান্ডের স্থল সীমান্ত রয়েছে।
যুক্তরাজ্য - আয়তন, দেশসমূহ, প্রধানমন্ত্রী

দেশটির অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল এবং আঞ্চলিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল। প্রধান নদী টেমস, টাইন, টিজ প্রভৃতি। প্রসিদ্ধ স্থানসমূহের মধ্যে রয়েছে লন্ডন, গ্লাসগো, ডান্ডি, বার্মিংহাম, এডিনবরা প্রভৃতি। দেশটি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় উন্নত।

যুক্তরাজ্যে সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। দেশটিতে দুইকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে। একটি হলো হাউস অব লর্ডস এবং অন্যটি হাউস অব কমন্স। হাউস অব লর্ডস এর সদস্য সংখ্যা ৮১৫ এবং হাউস অব কমন্স এর সদস্য সংখ্যা ৬৫০।

একসময় যুক্তরাজ্যের অনেকগুলো উপনিবেশ ছিল। বর্তমান উপনিবেশ সমূহের মধ্যে রয়েছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, সেন্ট হেলেনা, দিয়াগো গার্সিয়া, বারমুডা কেইম্যান দ্বীপ, চ্যানেল দ্বীপপুঞ্জ, দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপ প্রভৃতি।


যুক্তরাজ্যকে এগারটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়েছে। যথা-

১ স্কটল্যান্ড
২. নর্থ ইংল্যান্ড
৩. ল্যাংকাশায়ার
৪. ইয়র্কস
৫. ওয়েলস
৬. ওয়েস্ট মিডল্যান্ড
৭. ইস্ট মিডলান্ড
৮. ইস্ট এংলিয়া
৯. ডেভন
১০. ব্রিস্টল এবং
১১. লন্ডন।

জনসংখ্যা :-

যুক্তরাজ্যের জনসংখ্যা ৬৫.৬ মিলিয়ন এবং বৃদ্ধির হার ০.৩% (পিআরবি, ২০১৬)।

শিক্ষা :-

যুক্তরাজ্য শিক্ষাক্ষেত্রে উন্নত। এখানে বহু পুরাতন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শিক্ষা গ্রহণের জন্য আগমন করে।

ভূপ্রকৃতি :-

যুক্তরাজ্যের ভূ-প্রকৃতিতে ভিন্নতা রয়েছে। ইংল্যান্ডের বেশির ভাগ ভূখণ্ড তৃণভূমি দ্বারা গঠিত। ওয়েলস পর্বতময় হলেও স্কটল্যান্ড অধিক পর্বতময়।

জলবায়ু :-

যুক্তরাজ্যের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ। এখানকার জলবায়ু ব্রিটিশ দ্বীপপুঞ্জীয় জলবায়ু নামে পরিচিত। গ্রীষ্মকালে উষ্ণ এবং শীতকালে শীতল তাপমাত্রা বিরাজমান থাকে। মাঝে মাঝে তাপমাত্রা ০° সেলসিয়াস বা তার নিচে নেমে যায়। সাধারণত দেশটির উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশ অধিক উষ্ণ থাকে। এখানে প্রায় সারা বছর বৃষ্টি হয়।

খনিজ সম্পদ :-

যুক্তরাজ্যের খনিজ সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, চুনাপাথর, জিপসাম, স্বর্ণ, রৌপ্য, চীনামাটি, ডলোমাইট, চূর্নশিলা, আগ্নেয় ধাতব পদার্থ, নুড়ি, কেওলিন, সিলিকা বালি, লৌহ আকরিক, টিন, পটাশ, সিলিকা বালি প্রভৃতি। খনিজ সম্পদে সমৃদ্ধ যুক্তরাজ্য ইউরোপের শ্রেষ্ঠ শিল্পোন্নত দেশ ।

শিল্প :-

এদেশের শিল্পাঞ্চল সমূহ কয়লা ক্ষেত্র গুলোর সাথে নিবিড় ভাবে সম্পর্ক যুক্ত। এখানকার প্রধান শিল্পাঞ্চল গুলো হলো-
  • মিডল্যান্ড
  • উত্তর-পূর্ব ইংল্যান্ড
  • ইয়র্ক শায়ার, নোটিংহাম শায়ার ও ডার্বিশায়ার
  • ল্যাঙ্কাশায়ার
  • বৃহত্তর লন্ডন
  • মধ্য স্কটল্যান্ডট
  • বেলফাস্ট এবং
  • দক্ষিণ ওয়েলস।

শিল্পসমূহের মধ্যে লৌহ ও ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, পরিবহন যন্ত্রপাতি, কাঁচের সামগ্রী, মোটরগাড়ি, মৃৎশিল্প, জাহাজ নির্মাণ, রাসায়নিক সার, ঔষধ, কৃত্রিম তন্ত্র, পশম বয়ন, কার্পাস বয়ন, বৈদ্যুতিক সরঞ্জাম অন্যতম।

কৃষিকাজ :-

যুক্তরাজ্যের মোট ভূমির প্রায় ৭১ শতাংশ কৃষিকাজে ব্যবহার করা হয়। এর মধ্যে আবাদী জমি ২৫.১ শতাংশ, স্থায়ী ফসল ০.২ শতাংশ এবং স্থায়ী চারণভূমি ৪৫.৭ শতাংশ (সিআইএ, ২০১৭)। কৃষিকাজে নিয়োজিত মোট জনসংখ্যার ১.৫%। এদেশে কৃষিতে দক্ষ শ্রমিক এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। এখানে বড় বড় কৃষি খামার গড়ে উঠেছে। যুক্তরাজ্যের একটি প্রধান কৃষি ফসল গম। এদেশে উৎপাদিত অন্যান্য কৃষি ফসলের মধ্যে রয়েছে যব, আলু, মাশরুম, পেয়াজ, স্ট্রবেরি, আপেল, পিয়াজ ইত্যাদি। প্রাণিসম্পদের মধ্যে রয়েছে গরু, ভেড়া, শুকর ইত্যাদি

যুক্তরাজ্য ইউরোপ মহাদেশের অন্যতম দেশ। দেশটি ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস্ এর সমন্বয়ে গঠিত। এর আয়তন প্রায় ২,৪৪,৮২০ বর্গকিলোমিটার। এখানকার ভূ-প্রকৃতিতে বৈচিত্র্যতা রয়েছে। বেশিরভাগ ভূমি তৃণ দ্বারা গঠিত। ওয়েলস্ পর্বতময় হলেও স্কটল্যান্ডে পর্বতের সংখ্যা বেশি। যুক্তরাজ্য খনিজ সম্পদ এবং শিল্পে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি কৃষিতেও সমৃদ্ধ। এটি ইউরোপের শ্রেষ্ঠ শিল্পপ্রধান দেশ হিসেবে পরিচিত।

আরও পড়ুন :- সমস্ত রাজধানীর নাম সমূহ

যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর নাম :-

১৭২১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ইউরোপ মহাদেশের গুরুত্বপূর্ণ দেশ যুক্তরাজ্য (United Kingdom) এর সব প্রধানমন্ত্রী দের নাম দেওয়া হয়েছে। আশা করি তোমাদের খুব উপকারে লাগবে।

প্রধানমন্ত্রীকার্যালয় শুরুকার্যালয় শেষ
রবার্ট ওয়ালপোল৩ এপ্রিল, ১৭২১১১ ফেব্রুয়ারি, ১৭৪২
স্পেন্সার কম্পটন১৬ ফেব্রুয়ারি, ১৭৪২২ জুলাই, ১৭৪৩
হেনরি পেলহাম২৭ আগস্ট, ১৭৪৩৬ মার্চ, ১৭৫৪
থমাস পেলহাম-হোলস১৬ মার্চ, ১৭৫৪ ১১ নভেম্বর, ১৭৫৬
উইলিয়াম ক্যাভেনডিশ১৬ নভেম্বর, ১৭৫৬29 জুন,১৭৫৭
থমাস পেলহাম-হোলস২৯ জুন, ১৭৫৭ ২৬ মে, ১৭৬২
জন স্টুয়ার্ট২৬ মে, ১৭৬২৮ এপ্রিল, ১৭৬৩
জর্জ গ্রেনভিল১৬ এপ্রিল, ১৭৬৩১০ জুলাই, ১৭৬৫
চার্লস ওয়াটসন ওয়েন্টওয়ার্থ১৩ জুলাই, ১৭৬৫৩০ জুলাই, ১৭৬৬
উইলিয়াম পিট৩০ জুলাই, ১৭৬৬১৪ অক্টোবর, ১৭৬৮
অগাস্টাস ফিটজরয়১৪ অক্টোবর, ১৭৬৮২৮ জানুয়ারি, ১৭৭০
ফ্রেডেরিক নর্থ২৮ জানুয়ারি, ১৭৭০২৭ মার্চ, ১৭৮২
চার্লস ওয়াটসন ওয়েন্টওয়ার্থ২৭ মার্চ, ১৭৮২১ জুলাই, ১৭৮২
উইলিয়াম পেটি৪ জুলাই, ১৭৮২২৬ মার্চ, ১৭৮৩
উইলিয়াম ক্যাভেনডিশ বেন্টিঙ্ক২ এপ্রিল, ১৭৮৩১৮ ডিসেম্বর, ১৭৮৩
উইলিয়াম পিট১৮ ডিসেম্বর, ১৭৮৩১৪ মার্চ, ১৮০১
হেনরি অ্যাডিংটন১৭ মার্চ, ১৮০১১০ মে, ১৮০৪
উইলিয়াম পিট১০ মে, ১৮০৪২৩ জানুয়ারি, ১৮০৬
উইলিয়াম গ্রেনভিল১১ ফেব্রুয়ারি, ১৮০৬২৫ মার্চ, ১৮০৭
উইলিয়াম ক্যাভেনডিশ-বেন্টিঙ্ক৩১ মার্চ, ১৮০৭৪ অক্টোবর, ১৮০৯
স্পেন্সার পার্সেভাল৪ অক্টোবর, ১৮০৯১১ মে, ১৮১২
রবার্ট জেনকিনসন৮ জুন, ১৮১২৯ এপ্রিল, ১৮২৭
জর্জ ক্যানিং১২ এপ্রিল, ১৮২৭৮ আগস্ট, ১৮২৭
এফজে রবিনসন৩১ আগস্ট, ১৮২৭৮ জানুয়ারি, ১৮২৮
আর্থার ওয়েলেসলি২২ জানুয়ারি, ১৮২৮১৬ নভেম্বর, ১৮৩০
চার্লস গ্রে২২ নভেম্বর, ১৮৩০৯ জুলাই, ১৮৩৪
উইলিয়াম ল্যাম্ব১৬ জুলাই, ১৮৩৪১৪ নভেম্বর, ১৮৩৪
আর্থার ওয়েলেসলি১৭ নভেম্বর, ১৮৩৪৯ ডিসেম্বর, ১৮৩৪
স্যার রবার্ট পিল১০ ডিসেম্বর, ১৮৩৪৮ এপ্রিল, ১৮৩৫
উইলিয়াম ল্যাম্ব১৮ এপ্রিল, ১৮৩৫৩০ আগস্ট, ১৮৪১
স্যার রবার্ট পিল৩০ আগস্ট, ১৮৪১২৯ জুন, ১৮৪৬
লর্ড জন রাসেল২৯ জুন, ১৮৪৬২১ ফেব্রুয়ারি, ১৮৫২
এডওয়ার্ড স্মিথ-স্ট্যানলি২৩ ফেব্রুয়ারি, ১৮৫২১৭ ডিসেম্বর, ১৮৫২
জর্জ হ্যামিল্টন-গর্ডন১৯ ডিসেম্বর, ১৮৫২৩০ জানুয়ারি, ১৮৫৫
হেনরি জন টেম্পল৬ ফেব্রুয়ারি, ১৮৫৫ ১৯ ফেব্রুয়ারি, ১৮৫৮
এডওয়ার্ড স্মিথ-স্ট্যানলি২০ ফেব্রুয়ারি, ১৮৫৮১১ জুন, ১৮৫৯
হেনরি জন টেম্পল১৩ জুন, ১৮৫৯১৮ অক্টোবর, ১৮৬৫
জন রাসেল২৯ অক্টোবর, ১৮৬৫১৬ জুন, ১৮৬৬
এডওয়ার্ড স্মিথ-স্ট্যানলি২৮ জুন, ১৮৬৬২৫ ফেব্রুয়ারি, ১৮৬৮
বেঞ্জামিন ডিসরায়েলি২৭ ফেব্রুয়ারি, ১৮৬৮১ ডিসেম্বর ১৮৬৮
উইলিয়াম এওয়ার্ট গ্ল্যাডস্টোন৩ ডিসেম্বর, ১৮৬৮১৭ ফেব্রুয়ারি, ১৮৭৪
বেঞ্জামিন ডিসরায়েলি২০, ফেব্রুয়ারি ১৮৭৪২১ এপ্রিল, ১৮৮০
উইলিয়াম এওয়ার্ট গ্ল্যাডস্টোন২৩ এপ্রিল, ১৮৮০২০ জুন, ১৮৮৫
রবার্ট গ্যাসকোয়েন-সিসিল২৩ জুন, ১৮৮৫২৮ জানুয়ারি, ১৮৮৬
উইলিয়াম এওয়ার্ট গ্ল্যাডস্টোন১ ফেব্রুয়ারি, ১৮৮৬২০ জুলাই, ১৮৮৬
রবার্ট গ্যাসকোয়েন-সিসিল২৫ জুলাই, ১৮৮৬১১ আগস্ট, ১৮৯২
উইলিয়াম এওয়ার্ট গ্ল্যাডস্টোন১১ আগস্ট, ১৮৯২২ মার্চ, ১৮৯৪
আর্চিবাল্ড প্রিমরোজ২ মার্চ, ১৮৯৪২২ জুন, ১৮৯৫
রবার্ট গ্যাসকোয়েন-সিসিল২৫ জুন, ১৮৯৫১১ জুলাই, ১৯০২
আর্থার বালফোর১১ জুলাই, ১৯০২৪ ডিসেম্বর, ১৯০৫
হেনরি ক্যাম্পবেল-ব্যানারম্যান৫ ডিসেম্বর, ১৯০৫৩ এপ্রিল, ১৯০৮
এইচ. এইচ. অ্যাস্কুইথ৫ এপ্রিল, ১৯০৮৫ ডিসেম্বর, ১৯১৬
ডেভিড লয়েড জর্জ৬ ডিসেম্বর, ১৯১৬১৯ অক্টোবর, ১৯২২
বনার ল২৩ অক্টোবর, ১৯২২২০ মে, ১৯২৩
স্ট্যানলি বাল্ডউইন২২ মে, ১৯২৩২২ জানুয়ারি, ১৯২৪
রামসে ম্যাকডোনাল্ড২২ জানুয়ারি, ১৯২৪৪ নভেম্বর, ১৯২৪
স্ট্যানলি বাল্ডউইন৪ নভেম্বর, ১৯২৪৪ জুন, ১৯২৯
রামসে ম্যাকডোনাল্ড৫ জুন, ১৯২৯৭ জুন, ১৯৩৫
স্ট্যানলি বাল্ডউইন৭ জুন, ১৯৩৫২৮ মে, ১৯৩৭
নেভিল চেম্বারলাইন২৮ মে, ১৯৩৭১০ মে ১৯৪০
উইনস্টন চার্চিল১০ মে ১৯৪০২৬ জুলাই, ১৯৪৫
ক্লিমেন্ট অ্যাটলি২৬ জুলাই, ১৯৪৫২৬ অক্টোবর, ১৯৫১
উইনস্টন চার্চিল২৬ অক্টোবর, ১৯৫১৫ এপ্রিল, ১৯৫৫
অ্যান্থনি ইডেন৬ এপ্রিল, ১৯৫৫৯ জানুয়ারি, ১৯৫৭
হ্যারল্ড ম্যাকমিলান১০ জানুয়ারি, ১৯৫৭১৮ অক্টোবর, ১৯৬৩
অ্যালেক ডগলাস-হোম/td>১৯ অক্টোবর, ১৯৬৩১৬ অক্টোবর, ১৯৬৪
হ্যারল্ড উইলসন১৬ অক্টোবর, ১৯৬৪১৯ জুন, ১৯৭০
এডওয়ার্ড হিথ১৯ জুন, ১৯৭০৪ মার্চ, ১৯৭৪
হ্যারল্ড উইলসন৪ মার্চ, ১৯৭৪৫ এপ্রিল, ১৯৭৬
জেমস ক্যালাগান৫ এপ্রিল, ১৯৭৬৪ মে, ১৯৭৯
মার্গারেট থ্যাচার৪ মে, ১৯৭৯২৮ নভেম্বর, ১৯৯০
জন মেজর২৮ নভেম্বর, ১৯৯০২ মে, ১৯৯৭
টনি ব্লেয়ার২ মে, ১৯৯৭২৭ জুন, ২০০৭
গর্ডন ব্রাউন২৭ জুন, ২০০৭১১ মে, ২০১০
ডেভিড ক্যামেরন১১ মে, ২০১০১৩ জুলাই, ২০১৬
থেরেসা মে১৩ জুলাই, ২০১৬২৪ জুলাই, ২০১৯
বরিস জনসন২৪ জুলাই, ২০১৯বর্তমান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ