আজ আমরা তৎসম শব্দ কি? তৎসম শব্দের শ্রেনীবিভাগ ও তৎসম শব্দের তালিকা নিয়ে আলোচনা করব আশা করি তোমাদের উপকারে আসবে।
যেমন:- পিতা, মাতা, শিক্ষালয়, আচার্য, শিক্ষক, সকল, পদ, ঘাস প্রভৃতি হল বাংলা শব্দ ভান্ডারের তৎসম শব্দের উদাহরণ।
তো, আমরা তৎসম শব্দ কি ভাবে বাংলা ভাষার প্রবেশ করলো তা দিয়ে শুরু করি।
আমরা জানি যে মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থবোধক ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে শব্দ বলে। এই শব্দকে নানা দিক থেকে ভাগ করা যায়। যেমন
উৎপত্তির দিক থেকে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে তৎসম শব্দ একটি।
- উৎপত্তির দিক থেকে
- গঠনের দিক থেকে ও
- অর্থের দিক থেকে।
উৎপত্তির দিক থেকে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে তৎসম শব্দ একটি।
আরও পড়ুন :- শব্দ ও পদের মধ্যে পার্থক্য কোথায়?
বাংলা ভাষায় প্রচুর শব্দ রয়েছে যেগুলো সংস্কৃত ভাষা থেকে এসেছে। এদের মধ্যে কিছু শব্দ রয়েছে যেগুলো কোনো প্রকার পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। এদের বৈয়াকরণগণ 'তৎসম' বা তার (সংস্কৃতের) সমান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এক্ষেত্রে মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে, প্রায় সকল বৈয়াকরণই সংস্কৃতের প্রতি বিশেষভাবে দুর্বল ছিলেন। তাই হিন্দি কিংবা গুজরাটি থেকে আসা শব্দের সঙ্গে সংস্কৃতকে একই কাতারে রাখা যায়নি, যদিও এই তিনটি ভাষাই ইন্দো-ইরানীয় ভাষা-শাখারই অন্তর্গত। দীর্ঘদিন এরূপ ভ্রান্ত ধারণা প্রচলিত ছিল যে, বাংলা ভাষা সংস্কৃত ভাষার 'কন্যা সমান। আর সেই কারণেই সংস্কৃতের এমন প্রাধান্য বৈয়াকরণদের মাঝে রয়ে গেছে।
যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনরূপ পরিবর্তন ছাড়াই যে সকল শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেগুলিকে তৎসম শব্দ বলে।
অথবা আমরা বলতে পারি, যে সমস্ত শব্দ প্রাচীন ভারতীয় আর্য বা সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং অবিকৃত রূপে বাংলা ভাষায় টিকে আছে সেই সমস্ত শব্দ কে তৎসম শব্দ বলা হয়।
আরও পড়ুন :- পরিভাষিক শব্দ কি? এর তালিকা সমূহ।
তৎসম শব্দের উদাহরণ :-
বাংলা ভাষায় প্রচুর শব্দ রয়েছে যেগুলো সংস্কৃত ভাষা থেকে এসেছে। এদের মধ্যে কিছু শব্দ রয়েছে যেগুলো কোনো প্রকার পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। এদের বৈয়াকরণগণ 'তৎসম' বা তার (সংস্কৃতের) সমান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এক্ষেত্রে মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে, প্রায় সকল বৈয়াকরণই সংস্কৃতের প্রতি বিশেষভাবে দুর্বল ছিলেন। তাই হিন্দি কিংবা গুজরাটি থেকে আসা শব্দের সঙ্গে সংস্কৃতকে একই কাতারে রাখা যায়নি, যদিও এই তিনটি ভাষাই ইন্দো-ইরানীয় ভাষা-শাখারই অন্তর্গত। দীর্ঘদিন এরূপ ভ্রান্ত ধারণা প্রচলিত ছিল যে, বাংলা ভাষা সংস্কৃত ভাষার 'কন্যা সমান। আর সেই কারণেই সংস্কৃতের এমন প্রাধান্য বৈয়াকরণদের মাঝে রয়ে গেছে।
তৎসম শব্দ কাকে বলে :-
‘তৎ’ কথাটির অর্থ ‘তার' অর্থাৎ সংস্কৃতের এবং ‘সম' কথাটির অর্থ ‘সমান'। সুতরাং তৎসম কথার অর্থ তার অর্থাৎ সংস্কৃতের সমান।যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনরূপ পরিবর্তন ছাড়াই যে সকল শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেগুলিকে তৎসম শব্দ বলে।
অথবা আমরা বলতে পারি, যে সমস্ত শব্দ প্রাচীন ভারতীয় আর্য বা সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং অবিকৃত রূপে বাংলা ভাষায় টিকে আছে সেই সমস্ত শব্দ কে তৎসম শব্দ বলা হয়।
আরও পড়ুন :- পরিভাষিক শব্দ কি? এর তালিকা সমূহ।
তৎসম শব্দের উদাহরণ :-
যেমন:- পিতা, মাতা, শিক্ষালয়, আচার্য, শিক্ষক, সকল, পদ, ঘাস প্রভৃতি হল বাংলা শব্দ ভান্ডারের তৎসম শব্দের উদাহরণ।
তৎসম শব্দের শ্রেনীবিভাগ :-
এই তৎসম শব্দ কে আবার অনেক ভাষাতাত্ত্বিক দুই ভাগে ভাগ করেছেন যথা-
১ - সিদ্ধ তৎসম শব্দ ও
২ - অসিদ্ধ তৎসম শব্দ।
যেমন :- সূর্য, মিত্র, কৃষ্ণ, লতা, প্রভৃতি শব্দ।
যেমন :- কৃষাণ, ঘর, চল, ডাল, প্রভৃতি শব্দ।
১ - সিদ্ধ তৎসম শব্দ ও
২ - অসিদ্ধ তৎসম শব্দ।
সিদ্ধ তৎসম শব্দ কাকে বলে :-
যেসব শব্দ বৈদিক বা সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় এবং যেগুলি ব্যাকরণ সিদ্ধ বা ব্যবহৃত হয় সেই শব্দ গুলোকে সিদ্ধ তৎসম বলা হয়।যেমন :- সূর্য, মিত্র, কৃষ্ণ, লতা, প্রভৃতি শব্দ।
অসিদ্ধ তৎসম শব্দ কাকে বলে :-
যে সকল শব্দ বৈদিক বা সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না এবং সংস্কৃত ব্যাকরণ সিদ্ধ নয় অর্থাৎ লোক মুখে প্রচলিত, সেই শব্দ সমূহকে অসিদ্ধ তৎসম শব্দ বলে।যেমন :- কৃষাণ, ঘর, চল, ডাল, প্রভৃতি শব্দ।
আরও পড়ুন :- সংখ্যাবাচক শব্দের তালিকা
তৎসম শব্দের তালিকা :-
রাম | রাবণ | পুত্র | মাতা | পিতা |
জননী | পক্ষী | নীড় | নীর | দীর্ঘ |
বাতায়ন | ভূমিকা | উচ্চ | নিম্ন | আদেশ |
বর্জন | সূর্য | চন্দ্র | জল | গৃহ |
মৃত্তিকা | অলক | মর্ত্য | স্বর্গ | লোভ |
সাধু | ঋষি | প্রত্যাঘাত | কর্ষণ | বর্ষণ |
বৃষ্টি | কণা | বাণী | বণিক | লৌহ |
বীণা | রুদ্র | চণ্ডাল | কৃষক | দিবা |
সৌর্য | বীর্য | কৃতিত্ব | আদিত্য | নারায়ণ |
দেব | দেবী | দর্শন | বয়ন | গমন |
রাত্রি | মুষ্ঠি | কপাল | ত্বক | জিহ্বা |
নাসিকা | আকর | সমুদ্র | নদী | মেঘ |
আলোক | রাজ্য | রাজধানী | এক | দশ |
উদ্যান | রাজা | রাণী | রাজপুত্র | বৃক্ষ |
পশু | লতা | নর | নারী | বেদ |
পন্থা | শুষ্ক | পুরস্কার | আদেশ | অনুরোধ |
অনুবাদ | উদ্ধার | উন্নত | বেদান্ত | উপনিষদ |
পুরাণ | ইতিহাস | কর্ণ | চক্ষু | ভারতবর্ষ |
রাষ্ট্র | মস্তক | হস্ত | উদর | জঠর |
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.