পাওয়ার পয়েন্ট কি :-
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হলো একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম। এটি একটি গ্রাফিক্স প্যাকেজ প্রোগ্রাম। উইন্ডোজভিত্তিক এই প্রোগ্রাম উৎপত্তি সময় থেকে কতিপয় version (সংক্ষরণ) অতিক্রম করে বর্তমানে দাড়িয়েছে Powerpoint 2019.Powerpoint এর সাহায্যে পণ্যের বিজ্ঞাপন, মিটিংয়ের আলোচ্য বিষয়, উৎপাদন প্রতিবেদন, ডেটা উপস্থাপনা, গ্রাচার্ট উপস্থাপন ইত্যাদি কাজ করা যায়।
আরও পড়ুন :- লিনাক্স অপারেটিং সিস্টেম কি?
মূলত Powerpoint এর আগমনে টেলিভিশনের বিজ্ঞাপন উপস্থাপনায় অভূতপূর্ব চমক সৃষ্টি হয়েছে টেলিভিশনের পর্দায় দেখা যায় বিজ্ঞাপনের কোনো অংশ যেন আকাশ থেকে উড়ে আসছে, কোনোটা আসে পর্দার কর্নার থেকে ভেসে ভেসে, আবার কোনোটা আসে পর্দা ভেদ করে। আবার কোনো কোনো লেখা আসে টাইপ করার মতো করে। এ সবই Powerpoint এর অবদান।
পাওয়ার পয়েন্টের ব্যবহার বা সুবিধা :-
কম্পিউটার যেসব সহযোগিতা প্রদান করে তার মধ্যে গ্রাফিক্সসংক্রান্ত সহযোগিতা অন্যতম। আফিক্স প্রোগ্রাম হিসেবে Powerpoint এর নিন্মোক্ত সুবিধা গুলো উল্লেখযোগ্য১. স্লাইডসমূহকে কম্পিউটারের ছোট পর্দা থেকে দর্শকবৃন্দকে বড় পর্দায় দেখানো যায়।
২. স্লাইডসমূহে অ্যানিমেশন ইফেক্ট (প্রাণ সঞ্চারণ) তৈরি করে টেলিভিশনের ন্যায় বহুল প্রচারমাধ্যমে বিজ্ঞাপনসহ অন্যান্য সব কিছু প্রদর্শন করানো যায়।
৩. নির্দিষ্ট ডেটার ভিত্তিতে সহজে চার্ট উপস্থাপনা সম্ভব হয়।
৪. অন্য প্যাকেজ Excel, MS-Word-এর ফাইলের বিষয়বস্তুকে লিংক করে পাওয়ার পয়েন্ট স্লাইড হিসেবে ব্যবহার করা যায়।
৫. নির্দিষ্ট টেক্সট, টাইটেল এবং গ্রাফিক্সসম্বলিত স্লাইড বানানো যায়।
৬. স্লাইডে Movie এবং Sound সংযোজন করা যায়।
৭ স্লাইডে নানা ধরনের ছবি সংযোজন করা যায়।
৮. মিটিং মাইন্ডারের সাহায্যে মিটিংয়ের আলোচ্য বিষয় প্রণয়ন, সময় নির্ধারণ ইত্যাদির কাজ করা যায়।
এছাড়া Excel, MS-Word-এর প্রচলিত অনেক সুযোগ-সুবিধা Powerpoint-এ বিদ্যমান।
আরও পড়ুন :- প্রিন্টার কি ও কত প্রকার?
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.