প্রাপ্য হিসাব ও প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য আলোচনা করা?

ধারে পণ্য বিক্রয় বা সেবা প্রদানের ফলে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট যে অর্থ প্রাপ্য হয় তাকে প্রাপ্য হিসাব বলে।

পক্ষান্তরে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ঋণের স্বীকৃতিস্বরূপ যে লিখিত অঙ্গীকারপত্রের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট তারিখে পরিশোধের প্রতিশ্রুতি প্রদান করে থাকে তাকে প্রাপ্য নোট বলে।

আরও পড়ুন :- হিসাব কাকে বলে?

নিম্নে প্রাপ্য হিসাব ও প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো :
পার্থক্যের বিষয়প্রাপ্য হিসাব (Account Receivables)প্রাপ্য নোট (Note Receivables)
সংজ্ঞাধারে পণ্য বিক্রয় বা সেবা প্রদানের ফলে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট যে অর্থ প্রাপ্য হয় তাকে প্রাপ্য হিসাব বলে।কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ঋণের স্বীকৃতিস্বরূপ যে লিখিত অঙ্গীকারপত্রের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট তারিখে পরিশোধের প্রতিশ্রুতি থাকে তাকে প্রাপ্য নোট বলে।
উদ্দেশ্যএটির মূল উদ্দেশ্য বিক্রয় বাড়ানো।এর মূল উদ্দেশ্য শুধু বিক্রয় বাড়ানো নয় বরং স্বল্পমেয়াদি বিনিয়োগও হতে পারে।
আইনগত ভিত্তিএর আইনগত ভিত্তি নেই।এর আইনগত ভিত্তি রয়েছে।
মেয়াদএটি সাধারণত স্বল্পমেয়াদি। অর্থাৎ, ১ মাস থেকে ১ বছর পর্যন্ত হয়ে থাকে।এটি স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি দুটিই হতে পারে। এটি ৩ মাস থেকে ৩ বছর পর্যন্ত হয়ে থাকে।
সুদপ্রাপ্য হিসাবের ওপর সুদ ধার্য হতেও পারে, নাও হতে পারে।প্রাপ্য নোটের ওপর সুদ ধার্য হয়ে থাকে।


আরও পড়ুন :- নির্দেশনা কি?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ