যৌথ উদ্যোগ ও অংশীদারী কারবারের মধ্যে পার্থক্য?

যৌথ উদ্যোগ ও অংশীদারী কারবারের মধ্যে পার্থক্য :-

যৌথ উদ্যোগ এবং অংশীদারী কারবারের মধ্যে বেশ কিছু মিল থাকলেও এ ধরনের প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য দেখা যায়। নিন্মে পার্থক্যগুলো উল্লেখ করা হলো:
পার্থক্যের ভিত্তিযৌথ উদ্যোগঅংশীদারী কারবার
কাজের প্রকৃতি
যৌথ উদ্যোগ সাধারণত অস্থায়ী কাজ ।
অংশীদারী কারবার একটি স্থায়ী কর্ম।
কাজের সময়যৌথ উদ্যোগের কাজ অল্প সময়ের জন্য হয়।অংশীদারী কারবার দীর্ঘ সময়ের হয়।
প্রতিষ্ঠানের নামযৌথ উদ্যোগের ক্ষেত্রে স্থায়ী কোন নাম দেওয়া হয় না।অংশীদারী প্রতিষ্ঠানের নির্দিষ্ট নাম থাকে ।
বিধিমালাএখানে আইনগত বাধ্যতামুলক বলে কিছু নেই ।
এটি ১৯৩২ সালের অংশীদারী আইন দ্বারা পরিচালিত হয়।
লক্ষ্যস্বল্প কালীন মুনাফা অর্জনের লক্ষ্যে এই কারবার প্রতিষ্ঠিত হয়।
দীর্ঘ মেয়াদি মুনাফা অর্জনের লক্ষ্যে এই কারবার প্রতিষ্ঠিত হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ