প্ৰজাতি কাকে বলে? প্রজাতির বৈশিষ্ট্য?

প্ৰজাতি কাকে বলে :-

প্রজাতি (Species) বলতে বিভিন্ন বৈশিষ্ট্যের সর্বাধিক মিল সম্পন্ন একদল জীবকে বোঝায়। যেমন- আম গাছগুলো একত্রে আম প্রজাতি (Mangifera indica) গঠন করে।

বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট অনুযায়ী একই প্রজাতির অন্তর্ভুক্ত দুটি জীব তাদের মধ্যে যৌন মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম। উদ্ভিদের ক্ষেত্রে দুটি মিলসম্পন্ন জীবের মধ্যে ক্রস করে উর্বর সন্তান উৎপাদনের পরীক্ষা করা সময় সাপেক্ষ ব্যাপার বলে শ্রেণিবিন্যাসবিদগণ কেবল বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রজাতি নির্ণয় করতে চান।

আরও পড়ুন:- প্রানী বৈচিত্র্য কাকে বলে?

প্রজাতি নির্ণয়ে জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ বিভিন্ন অংশের বৈশিষ্ট্য বিবেচনায় নেয়া হয়। যেমন- পরাগরেণু, ক্রোমোসোম, ডিএনএ (DNA), আরএনএ (RNA) ইত্যাদির বৈশিষ্ট্য।
প্ৰজাতি কাকে বলে

প্রজাতির বৈশিষ্ট্য :-

প্রজাতির বৈশিষ্ট্যগুলো নিচে দেয়া হলো-

১। বাহ্যিক বৈশিষ্ট্যে সর্বাধিক মিলসম্পন্ন একদল জীব,

২। একই প্রজাতিভুক্ত জীব একটির সাথে অপরটি ইন্টারব্রিড করে উর্বর সন্তান উৎপাদন করতে পারে কিন্তু অন্য প্রজাতিভুক্ত কোন জীবের সাথে ইন্টারব্রিড করে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম।

৩। একই প্রজাতিভুক্ত বিভিন্ন জীবের মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য থাকলে তা হবে নিরবিচ্ছিন্ন।

৪। একই প্রজাতিভুক্ত জীবসমূহ একই পূর্ব পুরুষ থেকে উদ্ভূত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ