অ্যারিস্টটল তাঁর পোয়েটিক্স্ গ্রন্থের পঞ্চম অধ্যায়ে মহাকাব্য সম্বন্ধে একটি সংক্ষিপ্ত আলোচনা করেছেন। এর পর বিস্তৃত আকারে এ সম্বন্ধে কোনো আলোচনা না থাকলেও পরে কোনো কোনো অধ্যায়ে ট্রাজেডি ও মহাকাব্যের পার্থক্য করেছেন।
আমরা মহাকাব্য সম্বন্ধে তাঁর যে ধারণার পরিচয় পাই, এবং ট্র্যাজেডি সম্বন্ধে যে ধারণার পরিচয় পাই, তা থেকে ট্রাজেডি ও মহাকাব্যের মধ্যে যে পার্থক্য তা আলোচনা করা হলো-
১ - মহাকাব্যের লক্ষ্যও ট্র্যাজেডির মতো গুরুগম্ভীর ঘটনার অনুকরণ হলেও ট্র্যাজেডির থেকে মহাকাব্যে উচ্চশ্রেণীর চরিত্র সৃষ্টি করে থাকে।
২ - ট্র্যাজেডিকে সংস্কৃত আলংকারিকদের মতো 'দৃশ্যকাব্য' না বললেও একে দৃশ্যাত্মক কাব্য (Narrative of spectacles) অ্যারিস্টল বলেছেন। তার সঙ্গে তুলনায় মহাকাব্যকে বলেছেন শ্রবণমূলক কাব্য (Narrative in form )।
অর্থাৎ ট্র্যাজেডি দৃশ্যাত্মক কাব্য ও মহাকাব্য শ্রবণমূলক কাব্য।
৩ - ট্র্যাজেডির সঙ্গে মহাকাব্যের প্রধান পার্থক্য আয়তনে। আয়তন বলতে আরিস্টটল দুটি জিনিস বুঝিয়েছেন -বিশালতা (in the scale on which it is constructed) এবং দৈর্ঘ্য (length)। দু– দিক থেকেই মহাকাব্য অনেক বড়ো।
আরও পড়ুন :- ট্রাজেডি কাকে বলে ও কত প্রকার?
অর্থাৎ আয়তনের দিক থেকে ট্র্যাজেডি ছোট এবং মহাকাব্য বড়ো।
৪ - তিনি আরও দেখিয়েছেন, মহাকাব্যের উপাদান চারটি, কিন্তু ট্র্যাজেডির উপাদান ছয়টি।
মহাকাব্য এবং ট্র্যাজেডির বৃত্ত গঠনের রীতি একরকম হওয়া উচিত বলেই অ্যারিস্টটল বিভিন্ন প্রসঙ্গে মন্তব্য করেছেন।
আমরা মহাকাব্য সম্বন্ধে তাঁর যে ধারণার পরিচয় পাই, এবং ট্র্যাজেডি সম্বন্ধে যে ধারণার পরিচয় পাই, তা থেকে ট্রাজেডি ও মহাকাব্যের মধ্যে যে পার্থক্য তা আলোচনা করা হলো-
১ - মহাকাব্যের লক্ষ্যও ট্র্যাজেডির মতো গুরুগম্ভীর ঘটনার অনুকরণ হলেও ট্র্যাজেডির থেকে মহাকাব্যে উচ্চশ্রেণীর চরিত্র সৃষ্টি করে থাকে।
আরও পড়ুন :- বাংলা নাটকের বৈশিষ্ট্য লেখ?
২ - ট্র্যাজেডিকে সংস্কৃত আলংকারিকদের মতো 'দৃশ্যকাব্য' না বললেও একে দৃশ্যাত্মক কাব্য (Narrative of spectacles) অ্যারিস্টল বলেছেন। তার সঙ্গে তুলনায় মহাকাব্যকে বলেছেন শ্রবণমূলক কাব্য (Narrative in form )।
অর্থাৎ ট্র্যাজেডি দৃশ্যাত্মক কাব্য ও মহাকাব্য শ্রবণমূলক কাব্য।
৩ - ট্র্যাজেডির সঙ্গে মহাকাব্যের প্রধান পার্থক্য আয়তনে। আয়তন বলতে আরিস্টটল দুটি জিনিস বুঝিয়েছেন -বিশালতা (in the scale on which it is constructed) এবং দৈর্ঘ্য (length)। দু– দিক থেকেই মহাকাব্য অনেক বড়ো।
আরও পড়ুন :- ট্রাজেডি কাকে বলে ও কত প্রকার?
অর্থাৎ আয়তনের দিক থেকে ট্র্যাজেডি ছোট এবং মহাকাব্য বড়ো।
৪ - তিনি আরও দেখিয়েছেন, মহাকাব্যের উপাদান চারটি, কিন্তু ট্র্যাজেডির উপাদান ছয়টি।
মহাকাব্য এবং ট্র্যাজেডির বৃত্ত গঠনের রীতি একরকম হওয়া উচিত বলেই অ্যারিস্টটল বিভিন্ন প্রসঙ্গে মন্তব্য করেছেন।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.