বাংলা উপসর্গ কাকে বলে? বাংলা উপসর্গের বৈশিষ্ট্য ও উদাহরণ?

বাংলা উপসর্গ কাকে বলে :-

বাংলা ভাষার শব্দভাণ্ডারের বহু অসংস্কৃত শব্দে সংস্কৃত উপসর্গের মত কতগুলো অব্যয়বাচক শব্দাংশ শব্দের আগে ব্যবহৃ হতে দেখা যায়। এই শব্দাংশগুলোর স্বতন্ত্রভাবে তেমন কোন অর্থ প্রকাশ করে না; কিন্তু অর্থযুক্ত শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করতে সাহায্য করে। এই অব্যয়বাচক শব্দাংশগুলোকে বাংলা উপসর্গ বলে।

যে বাংলা অব্যয়াবাচক শব্দাংশগুলো শব্দের পূর্বে বসে অর্থবোধক নতুন শব্দ গঠন করে তাকে বাংলা উপসর্গ বলে।

যেসব অব্যয় জাতীয় শব্দ বা শব্দাংশ বাংলা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাদেরকে বাংলা উপসর্গ বলা হয়।

বাংলা উপসর্গের বৈশিষ্ট্য :-

১. বাংলা উপসর্গগুলোকে খাঁটি বাংলা উপসর্গ নামে অভিহিত করা হয়।

২. বাংলা ভাষায় কিছু অব্যয় জাতীয় শব্দ স্বাধীনভাবে ব্যবহৃত হয় না।

৩. এগুলো সাধারণত নাম শব্দের পূর্বে যুক্ত হয়।

আরও পড়ুনঃ উপসর্গ কাকে বলে?

৪. এদের খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।

বাংলা উপসর্গ একুশটি। এগুলি হলো - অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইভি, ঊনা, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

১. অ-অকাজ তার এরকম অকাজ আমি পছন্দ করি না।

২. আ-আগাছা আগাছা পরিষ্কার মানুষ রোবট আবিষ্কারের কথা ভাবছে।

৩. অনা-অনাবৃষ্টি : এবার অনাবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

৪. আন-আনকোরা রহমান সাহেব আজ আনকোরা পাঞ্জাবি পরে অফিসে যাচ্ছে।

৫. অজ-অজপাড়াগাঁ অজপাড়াগাঁয়ের মুস্তাফিজুর রহমান এখন ক্রিকেটের বিস্ময়।

৬. পাতি-পাতিনেতা পাতিনেতারা এখন দলের জন্য হুমকিস্বরূপ।

৭. নি-খরচা কাজের জন্য টাকা প্রয়োজন হয়, নিখরচে চলে না।

৮. রাম-রামছাগল তার মত রামছাগল দিয়ে এরূপ মহৎ কাজ অসম্ভব।

৯. বি-বিকল এই গাড়ির ইঞ্জিন বিকল হয়ে গেছে।

১০. হা- হাভাতে হাড়- হাভাতের দল এখানে এসেছে আমাকে ভীষণ বিপদে ফেলেছে।

আরও পড়ুনঃ বিদেশি উপসর্গ কাকে বলে?

এছাড়া নিচে উপসর্গগুলোর প্রয়োগ দেখুন এবং নিজে আরও নতুন শব্দ যোগ করতে চেষ্টা করুন।
বাংলা উপসর্গের উদাহরণ
বাংলা উপসর্গ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ